মেয়েশিশুটি জন্ম নিয়েছিল বুধবার। ফুটফুটে শিশুটিকে দেখে বুক ভরে গিয়েছিল পরিবারের সদস্যদের। এর তিন দিনের মাথায়ই বুকফাটা আর্তনাদ করতে হচ্ছে তাদের। এক নারী তাদের বুকের ধন চুরি করে পালিয়েছেন। শেরপুরের কালিরবাজার এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে শনিবার সকাল ৯টায় ঘটে এ ঘটনা। বিকেল পাঁচটার দিকে শ্রীবরদীর একটি গ্রাম থেকে উদ্ধার হয় শিশুটি।
শিশুটির বাবা ফিরোজ মিয়া শেরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চাপাতলি মহল্লায় বসবাস করেন। তাঁর ভাষ্য, সন্তান প্রসবের জন্য বুধবার স্ত্রী আবেদা বেগমকে নিয়ে যান কালিরবাজারের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে। সেখানে ভর্তি করার পর সেদিন রাতেই সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। তিনতলার একটি কক্ষে আছেন তারা।
ওই কক্ষে প্রসূতি ও নবজাতককে দেখভাল করছেন ফিরোজের মা ও এক আত্মীয়। তাদের সঙ্গে চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিচয়ে এক অপরিচিত নারী শিশুটিকে দেখতে যান। এক পর্যায়ে সখ্য গড়ে তোলেন। বোরকা পরা থাকায় তাঁকে কেউ চিনতে পারেননি। শনিবার সকালে শিশুটির মা যান শৌচাগারে। অন্য স্বজনেরাও ছিলেন বাইরে। এই সুযোগে শিশুটিকে নিয়ে পালান ওই নারী।
ফিরোজের অভিযোগ, তারা যে কক্ষে ছিলেন, সেখানে সিসিটিভি ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল নবজাতক ও মাকে রক্ষা করা। এ সময় পাশে কাঁদতে কাঁদতে আবেদা বলেন ‘আমগোর রাজকন্যারে ফিরায়া দ্যাও, কুনখান থেইক্কা আইনা দিবা, জানি না। ওরে না পাইলে আমরা বাঁচতাম না।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।