জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের স্ত্রী রেহানা বেগম জানান, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কোপাতে থাকে। এ সময় বাড়ির মানুষজন বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে তারা। ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়।

আজ রোববার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তা‌রে অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় হত য ইউপ সদস য সদস য

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ফাঁসির রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

এ রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন। এর আগে, শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু। টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ