আমিরের ‘সিতারে জমিন পর’ যে ৫ কারণে সাফল্য পাচ্ছে
Published: 29th, June 2025 GMT
ফেরার মতো ফেরা বোধ হয় একেই বলে। তিন বছর বড় পর্দায় ছিলেন না আমির। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ডাহা ফ্লপ হওয়ার পর ডুব মেরেছিলেন। নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ মুক্তির আগে কম বিতর্ক হয়নি। কেউ বলেছিলেন, আবার রিমেক ছবি! এবার আমিরের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এ ছাড়া নানা ইস্যুতে ছিল নেতিবাচক প্রচারণা। তবে ২০ জুন মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো করছে সিনেমাটি। কিন্তু অগ্রিম টিকিট বিক্রিতে পিছিয়ে থাকার পরও কেন ছবিটি এতটা সাফল্য পাচ্ছে। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।
আরও পড়ুনআমির-ঝড় চলছেই, ছয় দিনে কত আয় করল ‘সিতারে জমিন পর’২৬ জুন ২০২৫আমির খানের প্রত্যাবর্তন
ভারতের বড় তারকাদের মধ্যে আমির খানের আলাদা ভক্ত–শ্রেণি আছে। তাঁরা বড় পর্দায় অভিনেতাকে মিস করেছেন। তাই নতুন সিনেমা মুক্তির পর আমিরকে দেখার জন্যই হলে ফিরেছেন। এটা ‘সিতারে জমিন পর’–এর সাফল্যের প্রাথমিক কারণ বলা যায়।
চিত্রনাট্যের জোর আর আমিরের অভিনয়
‘সিতারে জমিন পর’ স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক। মূল সিনেমাটি অনেকেই দেখেননি। ফলে আমিরের ছবিটি তাঁরা নতুন সিনেমা হিসেবেই দেখেছেন। ছবির চিত্রনাট্যে আবেগের গাঁথুনি আর আমিরের অভিনয় ভালো লেগেছে দর্শকের।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ