আমিরের ‘সিতারে জমিন পর’ যে ৫ কারণে সাফল্য পাচ্ছে
Published: 29th, June 2025 GMT
ফেরার মতো ফেরা বোধ হয় একেই বলে। তিন বছর বড় পর্দায় ছিলেন না আমির। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ডাহা ফ্লপ হওয়ার পর ডুব মেরেছিলেন। নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ মুক্তির আগে কম বিতর্ক হয়নি। কেউ বলেছিলেন, আবার রিমেক ছবি! এবার আমিরের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এ ছাড়া নানা ইস্যুতে ছিল নেতিবাচক প্রচারণা। তবে ২০ জুন মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো করছে সিনেমাটি। কিন্তু অগ্রিম টিকিট বিক্রিতে পিছিয়ে থাকার পরও কেন ছবিটি এতটা সাফল্য পাচ্ছে। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।
আরও পড়ুনআমির-ঝড় চলছেই, ছয় দিনে কত আয় করল ‘সিতারে জমিন পর’২৬ জুন ২০২৫আমির খানের প্রত্যাবর্তন
ভারতের বড় তারকাদের মধ্যে আমির খানের আলাদা ভক্ত–শ্রেণি আছে। তাঁরা বড় পর্দায় অভিনেতাকে মিস করেছেন। তাই নতুন সিনেমা মুক্তির পর আমিরকে দেখার জন্যই হলে ফিরেছেন। এটা ‘সিতারে জমিন পর’–এর সাফল্যের প্রাথমিক কারণ বলা যায়।
চিত্রনাট্যের জোর আর আমিরের অভিনয়
‘সিতারে জমিন পর’ স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক। মূল সিনেমাটি অনেকেই দেখেননি। ফলে আমিরের ছবিটি তাঁরা নতুন সিনেমা হিসেবেই দেখেছেন। ছবির চিত্রনাট্যে আবেগের গাঁথুনি আর আমিরের অভিনয় ভালো লেগেছে দর্শকের।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।