তানজানিয়ার উত্তরাঞ্চলীয় কিলিমাঞ্জারোর মোশি জেলায় শনিবার সন্ধ্যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

কিলিমাঞ্জারোর আঞ্চলিক কমিশনার নুরদিন বাবু রবিবার চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরাও রয়েছেন, যারা মোশি পৌরসভায় একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন।

বাবু বলেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি বাসের সামনের চাকা ফেটে যাওয়ার পর আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাসেই আগুন ধরে যায়। এতে উভয় বাসেই প্রাণহানির ঘটনা ঘটে।

বাবু আরো জানান, আহত ২৮ জন যাত্রীর মধ্যে ২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ