রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে পিটুনিতে এক যুবক নিহত
Published: 29th, June 2025 GMT
কক্সবাজারের রামু উপজেলায় এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহত মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পালানোর চেষ্টা করলে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বাবা ও তিন ভাইও ডাকাতির সঙ্গে জড়িত।
খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ প্রথম আলোকে বলেন, মান্নানের বাবা মছন আলী ও তাঁর ছেলেদের একটি সশস্ত্র ডাকাতদল রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কে ও বাড়িঘরে ডাকাতি করে আসছেন। তাঁদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
পুলিশ জানায়, গত শুক্রবার ওই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় লোকজন কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনার দুই দিন পর গণপিটুনিতে মান্নান নিহত হলেন।
খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ প্রথম আলোকে বলেন, মান্নানের বাবা মছন আলী ও তাঁর ছেলেদের একটি সশস্ত্র ডাকাতদল রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কে ও বাড়িঘরে ডাকাতি করে আসছেন। তাঁদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
পুলিশ জানায়, গত শুক্রবার ওই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় লোকজন কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনার দুই দিন পর গণপিটুনিতে মান্নান নিহত হলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।