অন্তর্বর্তী সরকারের সময়ে জননিরাপত্তা ও সুরক্ষা অবনতির দিকে
Published: 29th, June 2025 GMT
অন্তর্বর্তী সরকারের সময়ে জননিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়নি এবং অবনতির দিকে যাচ্ছে। জবাবদিহিমূলক বিচারিক প্রক্রিয়ার অভাব ও নারীকে অধস্তন হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি সমাজে নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করছে। কুমিল্লার মুরাদনগরে নারীর ওপর যৌন নিপীড়ন ও সহিংসতার ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে এ কথা বলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
গত বৃহস্পতিবারে মুরাদনগরে এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ আজ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রোববার গণতান্ত্রিক অধিকার কমিটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারই যথেষ্ট নয়, তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া ভুক্তভোগীর পরিচয় প্রকাশ দণ্ডনীয় অপরাধ হলেও বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টায় নানা মহল সেই ঘৃণ্য কাজেও জড়িয়েছে। উল্টো ভুক্তভোগীকে কলঙ্কিত করা ও রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার করার চেষ্টা চলমান, যা অত্যন্ত ন্যক্কারজনক।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জননিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি; বরং প্রতিনিয়ত তা অবনতির দিকে যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। এতে সমাজে ঘৃণ্য ও বর্বরোচিত সহিংসতার মনস্তত্ত্ব ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। নারীর প্রতি এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তিগত অপরাধ নয়; বরং এটি সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন। এ পরিস্থিতি একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের জন্য চরম হুমকিস্বরূপ।
ভুক্তভোগী নারীর সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মুরাদনগরের ঘটনার সঙ্গে সম্পর্কিত সব ছবি ও ভিডিও দ্রুত অনলাইন থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে কমিটি। এ ছাড়া নারীর প্রতি সহিংসতাকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, দেশের প্রতিটি নারী নির্ভয়ে, সম্মানের সঙ্গে এবং নিরাপদে বসবাস করতে পারলে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সভ্য সমাজ গড়ে উঠবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স রক ষ
এছাড়াও পড়ুন:
প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত
জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে আয়োজনের কার্যক্রম বন্ধ করেছে আয়োজক সূর্য ক্লাব।
আয়োজক কমিটি জানায়, দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস ও তাঁর দল নগর বাউলের কনসার্টের প্রস্তুতি নেওয়া হয়েছিল মেহেরপুর জেলা স্টেডিয়ামে। এ জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়। তবে ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কোর কমিটি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে কনসার্টের অনুমতি দেয়নি। আপাতত কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি নাহিদ মাহমুদ জানান, আগামী ১০ অক্টোবর কনসার্টের পরিকল্পনা ছিল। আশপাশের জেলা থেকেও দর্শকসমাগম হতো। কোলাহল ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন অনুমতি দেয়নি।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, কনসার্টের খবর ছড়িয়ে পড়ায় যুবকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। অনুমতি না পাওয়ায় সবাই হতাশ হয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শকদের শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারত বলে তিনি মনে করেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম জানান, কোর কমিটির সিদ্ধান্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। ব্যাপক জনসমাগম হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।