ভালোবেসে ১৪ বছর আগে বিয়ে করেছিলেন শাকিল মন্ডল। তার ভাষ, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। হঠাৎ স্ত্রী তালাক দেন তাকে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে তিনি রবিবার (২৯ জুন) দুপুরে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকায় শাকিল মন্ডল দুধ দিয়ে গোসল করেন। তিনি পেশায় চা দোকানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মন্ডল পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে। মাধনগর বাজারের তার চায়ের দোকান আছে। ভালোবেসে তিনি এক মেয়েকে বিয়ে করেন। তাদের ১৪ বছরের সংসারে অশান্তি লেগেই থাকতো। চলতি মাসের ১ তারিখে শাকিল মন্ডলকে তালাক দেন তার স্ত্রী।  

আরো পড়ুন:

যেভাবে গোসল করলে ত্বক কোমল থাকে

শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরে যা ঘটতে পারে

স্থানীয় বাসিন্দা মান্নান সরদার, সোহাব মন্ডল ও ইউনুচ প্রামানিক জানান, শাকিল মন্ডল আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন। এ ধরনের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। 

শাকিল মন্ডল বলেন, “আমি তাকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি, সে আমাকে ছেড়ে দেবে। হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স (তলাক) দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।”

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ