ঠিকাদারের ঠকবাজি বৈধ প্রকল্পের কাজে ‘অবৈধ বালু’
Published: 29th, June 2025 GMT
কুলাউড়ায় মনু নদীর বুকে জাগা চরের ধূসর প্রান্তর থেকে ঝিলিক দেয় রুপালি তারা। সেখানে জমেছে নদীর তলার বালু; প্রশাসনিক ব্যবস্থাপনায় যে কোনো সময় নিলামযোগ্য অবস্থায় রয়েছে। তবে প্রশাসনের হেফাজতে থাকা অনুমতি ছাড়া সরকারি প্রকল্পে সেই বালু ব্যবহার করছেন ঠিকাদার।
আরাধনা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। প্রশাসনের জব্দকৃত ওই বালুর বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। যার মধ্যে ১২ থেকে ১৩ লাখ টাকার বালু দিয়ে ১০ হাজার বস্তার মতো জিও ব্যাগ তৈরি করা হয়েছে নদীর পার ভাঙনরোধে ব্যবহারের জন্য। এতে বরাদ্দের বড় অংশ পকেটস্থ করেছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের ২১ মে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলা রক্ষা এবং ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মনু নদীর চর খনন থেকে উত্তোলন করা মাটি-বালু নিলামের জন্য শর্তাবলি অনুযায়ী বিজ্ঞপ্তি আহ্বান করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় চর থেকে খনন করার পর জব্দ করা বালু নিলাম হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে তাজপুর চরে ১ লাখ ৭৩ হাজার ৭৯ ঘনফুট বালু জব্দ করা হয়। নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজে সেখান থেকে বালু নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ। প্রশাসনের অনুমতি ছাড়াই তারা উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা মৌজার কটারকোনা বাজারের উত্তরপাশে তাজপুর চরে থাকা বালু এ ক্ষেত্রে কাজে লাগায়।
শনিবার উপজেলার কটারকোনা এলাকায় গিয়ে মনু নদীর চরের একটি স্থান থেকে বালু নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন জানান, দুই মাস ধরে জব্দ করা ওই বালু থেকে ১২-১৩ লাখ টাকার বালু সরিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান জব্দ করা ওই বালু অন্যত্র ব্যবহার করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় ভয়ে সরাসরি কেউ তাদের বাধা দেওয়ার সাহস পায়নি। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রিপন আহমদের ভাই সিপন আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। তাদের মালিকপক্ষ জানিয়েছে, ওই বালু ইজারা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন বলেন, বিষয়টি জানার পর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার মাধ্যমে ওই বালু নেওয়া
বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
যে বালু জিও ব্যাগে ভরা হয়েছে ফেরত দিতে হবে।
ইউএনও মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র প রকল প ওই ব ল উপজ ল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ট্রেন আটকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় রেললাইন অবরোধ করেন। তাঁরা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আজ সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পাশেই রেললাইন অবরোধ করেন। বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে শহরের শিববাড়ী মোড়ের দিকে রওনা দেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেন। ৪০ মিনিট পর তাঁরা ট্রেনটি ছেড়ে দেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত বুধবার ও আগামীকাল শুক্রবার ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা রিট করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন।
তাঁদের দাবি অবিলম্বে স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও এর ইন্ধনদাতাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ব্যতীত কাউকে আবেদন করতে দেওয়া যাবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও শিক্ষার্থীদের নামে যাঁরা অসৌজন্যমূলক পোস্ট করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।