ভৈরবী গীতরঙ্গ এনেছে নতুন নাটক ‘অগ্নিশ্রাবণ’। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন। পরদিন সন্ধ্যায় ছিল দ্বিতীয় মঞ্চায়ন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রযোজনাটি এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পরিবেশনায় ভৈরবী গীতরঙ্গ দল।
‘অগ্নিশ্রাবণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী। নির্দেশক জানান, ‘অগ্নিশ্রাবণ’ এক ঐতিহাসিক উপাখ্যান, যেখানে ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। স্বৈরশাসক যায়, আরেক শাসক আসে; কিন্তু নিপীড়ন, ক্ষোভ, দীর্ঘশ্বাস থেকেই যায়। ইতিহাসের এ চক্রাকার পুনরাবৃত্তির বিপরীতে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বরই এ প্রযোজনার মূল সুর।
ইলিয়াস নবী বলেন, ‘মানুষের মুক্তির গল্পই বলতে চেয়েছি। তেভাগা আন্দোলন, ’৪৭, ’৫২, ’৬৯, ’৭১, ’৯০ থেকে ২০২৪ পর্যন্ত ইতিহাসের নানা লড়াই এ নাটকে উঠে এসেছে। সময় এখানে নিজেই চরিত্র হয়ে কথা বলে। ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য যে বদলায় না, সেই কথাই বলেছে “অগ্নিশ্রাবণ”।’
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন: আয়োজকদের সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়া বিএনপি নেতার বিয়ে দিল স্থানীয়রা
গাইবান্ধা সদর উপজেলায় এক বিধবা নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন আফসার আলী (৪০) নামের এক ব্যক্তি। পরে ওই নারীর সঙ্গে তার বিয়ে পড়িয়ে দেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, গত রাতে ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়।
আফসার আলী উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রিফাইতপুর চরবাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
এক নারীকে বিয়ে করে দুই ভাই বললেন ‘আমরা সন্তুষ্ট’
সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আফসার আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে গিয়ে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তাদের আটকে রাখা হয়। শুক্রবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও থানায় খবর দেওয়া হয়।
বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে।’’ এ ঘটনায় তার বিরুদ্ধে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’’
ঢাকা/মাসুম/রাজীব