ভৈরবী গীতরঙ্গ এনেছে নতুন নাটক ‘অগ্নিশ্রাবণ’। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন। পরদিন সন্ধ্যায় ছিল দ্বিতীয় মঞ্চায়ন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রযোজনাটি এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পরিবেশনায় ভৈরবী গীতরঙ্গ দল।
‘অগ্নিশ্রাবণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী। নির্দেশক জানান, ‘অগ্নিশ্রাবণ’ এক ঐতিহাসিক উপাখ্যান, যেখানে ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। স্বৈরশাসক যায়, আরেক শাসক আসে; কিন্তু নিপীড়ন, ক্ষোভ, দীর্ঘশ্বাস থেকেই যায়। ইতিহাসের এ চক্রাকার পুনরাবৃত্তির বিপরীতে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বরই এ প্রযোজনার মূল সুর।
ইলিয়াস নবী বলেন, ‘মানুষের মুক্তির গল্পই বলতে চেয়েছি। তেভাগা আন্দোলন, ’৪৭, ’৫২, ’৬৯, ’৭১, ’৯০ থেকে ২০২৪ পর্যন্ত ইতিহাসের নানা লড়াই এ নাটকে উঠে এসেছে। সময় এখানে নিজেই চরিত্র হয়ে কথা বলে। ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য যে বদলায় না, সেই কথাই বলেছে “অগ্নিশ্রাবণ”।’
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন: আয়োজকদের সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।