ভৈরবী গীতরঙ্গ এনেছে নতুন নাটক ‘অগ্নিশ্রাবণ’। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন। পরদিন সন্ধ্যায় ছিল দ্বিতীয় মঞ্চায়ন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রযোজনাটি এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পরিবেশনায় ভৈরবী গীতরঙ্গ দল।

‘অগ্নিশ্রাবণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী। নির্দেশক জানান, ‘অগ্নিশ্রাবণ’ এক ঐতিহাসিক উপাখ্যান, যেখানে ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। স্বৈরশাসক যায়, আরেক শাসক আসে; কিন্তু নিপীড়ন, ক্ষোভ, দীর্ঘশ্বাস থেকেই যায়। ইতিহাসের এ চক্রাকার পুনরাবৃত্তির বিপরীতে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বরই এ প্রযোজনার মূল সুর।

ইলিয়াস নবী বলেন, ‘মানুষের মুক্তির গল্পই বলতে চেয়েছি। তেভাগা আন্দোলন, ’৪৭, ’৫২, ’৬৯, ’৭১, ’৯০ থেকে ২০২৪ পর্যন্ত ইতিহাসের নানা লড়াই এ নাটকে উঠে এসেছে। সময় এখানে নিজেই চরিত্র হয়ে কথা বলে। ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য যে বদলায় না, সেই কথাই বলেছে “অগ্নিশ্রাবণ”।’

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন: আয়োজকদের সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ