সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অনেক অজানা ঘটনা শেয়ার করেছেন বলিউড তারকা আমির খান। ব্যক্তিগত জীবন থেকে চলচ্চিত্রের নানা গল্প এদিন তুলে ধরেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, নব্বইয়ের দশকে বলিউডে যখন আন্ডারওয়ার্ল্ডের প্রভাব প্রকট, তখন তাঁকেও দুবাইয়ে এক পার্টিতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রস্তাব ফিরিয়ে দিলে ভয়ভীতিও দেখানো হয়েছিল।
১৯৮০-৯০, বলিউডে এ সময়টা শাসন করেছেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। বলিউডের যেকোনো কাজে তাঁদের কথাই ছিল শেষ কথা। সম্প্রতি দ্য লালানটপের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের একটি ঘটনা তুলে ধরলেন আমির।

আরও পড়ুন১৮ বছর পর এত বড় ফ্লপ, হতবাক হয়ে গিয়েছিলাম: আমির খান২২ জুন ২০২৫‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

আগামী নভেম্বরের মধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর শওকাত আলী। 

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আমরণ অনশনের পর রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি এ ঘোষণা দিলেন। 

উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচার এবং ছাত্র সংসদ নিয়ে কথা বলেছি। সেটি শিক্ষার্থীরাও জানে। তাই তাদের ধৈর্য ধরতে বলব। আশা করি, স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করব।” 

এদিকে, অনশনে থাকা শিক্ষার্থীর বলেন, “আমরা আর আশ্বাস চাই না, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চাই। ছাত্র সংসদ আমাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ নাই। অথচ তার জন্য টাকাও আদায় করা হচ্ছে।”

অনশনরত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লেখেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সেদিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’।  

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ে দাবি পূরণে কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানান।

ঢাকা/গাজী আজম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ