জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দুই দিন বন্ধ থাকার পর আবারো চট্টগ্রাম বন্দরের কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ফলে আজ সোমবার (৩০ জুন) থেকে আমদানি-রপ্তানির সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সোমবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য জানান। 

এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে গত শনিবার ও রবিবার চট্টগ্রাম কাস্টম হাউসে কার্যক্রম বন্ধ ছিল। এতে করে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ ও কনটেইনার ডেলিভারিসহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

এই বন্ধের প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট ২১টি বেসরকারি অফডকে। 

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টায় বন্দরে জমে থাকা কনটেইনারের পরিমাণ ছিল ৪০ হাজার ৭২২ টিইইউস। অথচ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মাত্র ১৩৯ টিইইউস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়। ফলে অন্তত তিনটি রপ্তানিমুখী জাহাজ বন্দর ত্যাগ করতে পারেনি কনটেইনার ঘাটতির কারণে। তবে সন্ধ্যার পর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দরের বিভিন্ন গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অব এক্সপোর্ট গ্রহণসহ অন্যান্য কার্যক্রমও শুরু হয়।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, “রবিবার সন্ধ্যা থেকে রপ্তানি চালানের শুল্কায়ন কার্যক্রম আবারো চালু হয়েছে। আজ থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”

এদিকে, বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার বলেন, “রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাস্টমস কর্মকর্তারা তিনটি গেইটে কাজ শুরু করেন। একইসঙ্গে বিভিন্ন অফডকেও তারা দায়িত্ব পালন করছেন। আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পুরোদমে কার্যক্রম চলছে।” 

তিনি আরো জানান, ২১টি বেসরকারি ডিপোর মধ্যে ১৯টি রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়ায় যুক্ত। এই ডিপোগুলোতে বর্তমানে ১৪ হাজার ৩৭১ টিইইউস রপ্তানিযোগ্য কনটেইনার রয়েছে। প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার কনটেইনার বন্দরে পাঠানো হয়। রবিবার দিনের বেলায় কোনো জাহাজ ছাড়তে না পারলেও সোমবার পাঁচটি কনটেইনার জাহাজের বন্দর ত্যাগের কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো.

ওমর ফারুক বলেন, “কাস্টমস শাটডাউনের কারণে বন্দরের বিভিন্ন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বিশেষ করে গেইট পর্যায়ে যাচাই, ডেলিভারি ও আনস্টাফিং কার্যক্রম ব্যাহত হয়। তবে কাস্টমস কর্মকর্তারা দায়িত্বে ফেরায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।” 

ঢাকা/রেজাউল/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক স টমস ক রব ব র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে

দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।

দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারে

নৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।

আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।

ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগে

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।

ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।

আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ