Risingbd:
2025-08-17@13:36:41 GMT

প্রেম করে ছেলের বন্ধুকে বিয়ে!

Published: 30th, June 2025 GMT

প্রেম করে ছেলের বন্ধুকে বিয়ে!

বলা হয় প্রেম মানে না কোনো বাধা। এমনই এক ঘটনা ঘটেছে চীনে। ভালোবেসে ছেলের বন্ধুকে বিয়ে করেছেন ৫০ বছর বয়সী এক নারী। এবার জানালেন মা হতে যাওয়ার খবর। 

চীনের ওই নারী অনলাইনে ‘সিস্টার শিন’ নামে জনপ্রিয়। গুয়াংজু শহরে একটি ই-কমার্স ব্যবসা রয়েছে তার। শিনের যখন ৩০ বছর বয়স তখন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। একাই তার ছেলে-মেয়েকে মানুষ করেছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

এখন থেকে ছয় বছর আগে তার ছেলে কাইকাই নিউ ইয়ারের ডিনারে তিন জন বিদেশি বন্ধুকে আমন্ত্রণ জানান। তাদের মধ্যে ছিলেন রাশিয়ার ‘ডেফু’। যিনি কাইকাইয়ের চেয়ে এক বছরের বড়। বেশ কয়েক বছর চীনে থাকার কারণে কাইকাই চীনা ভাষা ভালোভাবেই আয়ত্ত করেছিলেন। তো আমন্ত্রণে আসার পর শিনের রান্না খেয়ে ও আতিথেয়তায় মুগ্ধ হন ডেফু। তিনি একরাত্রির জন্য আসলেও থেকে যান এক সপ্তাহ। তখন থেকেই শুরু হয় ভালো লাগা। যা পরবর্তীতে প্রেম ও বিয়েতে গড়াই। 

শিন বলেন, “আমি তখনও সুন্দর ছিলাম। ডেফু সব সময়ে যোগাযোগ রেখেছে। বিভিন্ন সময় অপ্রত্যাশিত সারপ্রাইজ পাঠাতো।”

শিন আর ডেফুর বয়সের পার্থক্য ২০ বছর। শিন প্রথমে ডেফুর প্রণয় প্রস্তাব মেনে নেননি। তবে ছেলে কাইকাই এখানে বাধা হয়ে দাঁড়াননি, বরং তিনি নতুন জীবন শুরু করতে মাকে আরো উৎসাহ দেন। ফলে শিন শেষমেশ দ্বিতীয়বার প্রেমকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেন এবং এ বছরের শুরুতে তারা বিবাহ নিবন্ধনে আবদ্ধ হন।  

দুজনের ছবি শেয়ার করে সম্প্রতি তিনি তৃতীয়বারের মতো মা হওয়ার খবর জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই ঝড় ওঠে। কেউ কেউ তাদের শুভকামনা জানালেও অনেকে করেন সমালোচনা। 

এক সমর্থক মন্তব্য করেন, “সিস্টার শিন কষ্ট করে জীবন গড়েছেন, প্রেমও পেয়ে গেছেন—সত্যিই প্রশংসনীয়। নিরাপদ প্রসব কামনা করি।”

অপর একটি মন্তব্য, “তিনি ডেফুর সঙ্গে রাশিয়ায় চলে যাবেন? তিনি কি তার বাবা-মামার সমবয়সী? সেটা কীভাবে সম্ভব?”

এ সবের প্রতিক্রিয়া জানিয়ে সিস্টার শিন তার প্রসবগত পরীক্ষার রিপোর্ট শেয়ার করে লিখেছেন, “সময়ই প্রমাণ করবে আমাদের ভালোবাসা।” 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার লিজিংয়ের দুই প্রান্তিকে লোকসান কমেছে

‎পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই প্রান্তিকেই কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না তিন মিউচ্যুয়াল ফান্ড

সূচকে বড় উত্থান, বেড়েছে লেনদেন

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.৩৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৫৯ টাকা বা ৩৩.৩৩ শতাংশ।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৪) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.২১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৬৬ টাকা বা ২৭.০৪ শতাংশ।

চলতি হিসাব বছরের ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.২০)। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.৫৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.৩৬ টাকা বা ৩২.৩৮ শতাংশ।

‎২০২৫ সালের ৩০ জুন কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৭৮.৫৩) টাকায়।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ