সুনীল শেঠি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০০০ সালে। অর্ধযুগের বিরতি ভেঙে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। এ সিনেমা ফ্যাঞ্চাইজিতে রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অক্ষয়, সুনীল ও পরেশ।

নির্মিত হচ্ছে ‘হেরা ফেরি’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। গত মে মাসের শেষের দিকে এ সিনেমার কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন পরেশ রাওয়াল। এ ঘোষণা আসার পর পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপি লোকসানের জন্য আইনি নোটিশ পাঠান সিনেমাটির প্রযোজক অক্ষয় কুমার। তারপর কাদা ছোড়াছুড়ি কম হয়নি।

সব দ্বন্দ্ব মিটিয়ে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় ফেরার কথা জানালেন পরেশ রাওয়াল নিজেই। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ‘বাবুরাও’।

আরো পড়ুন:

নতুন রূপে বক্স অফিসে কতটা সাড়া ফেললেন কাজল?

উত্তাল সাগরে শেফালির অস্থিভস্ম ভাসালেন স্বামী

‘হেরা ফেরি থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক কেন? এ প্রশ্নের জবাবে পরেশ রাওয়াল বলেন, “আসলে কোনো বিতর্ক নেই। যখন কোনো সিনেমা দর্শকদের এত পছন্দ হয়, তখন আপনাকে অতিরিক্ত যত্ন নিয়ে এটি নির্মাণ করতে হবে। দর্শক আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। পাশাপাশি দায়িত্বও দিয়েছেন। সুতরায় আমাদের কখনো এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।”

‘হেরা ফেরি থ্রি’ সিনেমা এখন আর কোনো সংকট নেই। তা নিশ্চিত করে পরেশ রাওয়াল বলেন, “আমি কেবল অনুভব করেছি, সকলের একত্রিত হওয়া উচিত এবং সেরাটা দেওয়া উচিত। এটাই ছিল একমাত্র উদ্বেগ। কিন্তু এখন সবকিছু ঠিক আছে।”

বছরের পর বছর ধরে, ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার চিত্রনাট্যে অসংখ্য পরিবর্তন করেছেন সংশ্লিষ্টরা। শুরু থেকেই দর্শকরা চাচ্ছিলেন অক্ষয়, সুনীল, পরেশ রাওয়াল একসঙ্গে পর্দায় আসুক। কিন্তু তাতে নানা জটিলতা দেখা দেয়।

সর্বশেষ পরেশ রাওয়ালের সরে যাওয়ার সিদ্ধান্ত সিনেমাটির ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে দেয়। এ পরিস্থিতিতে পরিচালক প্রিয়দর্শন ঠিক কীভাবে সিনেমাটির কাজ সামনে এগিয়ে নেবেন তা প্রশ্ন ওঠে। অবশেষে সব সংকটের অবসান হলো।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ