দুটি শূন্যতা কাটিয়েছে বাংলাদেশ।

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দল আগেও খেলেছে। ২০১৪ আসরে তিন ম্যাচ, ২০২২ আসরে দুই ম্যাচ। তবে এই পাঁচ ম্যাচের একটিতেও বাংলাদেশ জিততে পারেনি। গতকাল সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে সেই শূন্যতা কাটিয়েছে পিটার বাটলারের দল। এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের জয় এখন আর ০ নয়, ১।

আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা শূন্যতার অবসান ঘটিয়েছেন আরেকটি জায়গায়। বাংলাদেশ দল নিজেদের খেলা আগের দুই বাছাইপর্বে গোল হজম করেছিল ২৫টি। ম্যাচপ্রতি গড়ে ৫ গোল! দুই ডজনের বেশি গোল হজম করা দলটি প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি। গতকাল ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সেই গোলশূন্যতা কেটেছে ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের সৌজন্যে।

বলা হয়ে থাকে, ০ থেকে ১ মানে শুধু সংখ্যাগত অগ্রগতি নয়, বরং মানসিক বিপ্লব। পরের পথটা শুধুই এগিয়ে যাওয়ার। বাংলাদেশ নারী ফুটবল দলও কাল এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম গোলের পর শুধু এগিয়েছেই। তহুরা খাতুন, ঋতুপর্ণা, কোহাতি কিসকু, মুনকি আক্তারদের পাঁয়ের ছোঁয়ায় বাংলাদেশ পেয়েছে একের পর এক গোল। ৯০ মিনিট শেষের স্কোরলাইন ৭–০! কে বলবে, এই ম্যাচের জয়ী দল মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে?

একের পর এক গোল উদ্‌যাপন করেছেন তহুরা–শামসুন্নাহাররা।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ন যত

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ