দুটি শূন্যতা কাটিয়েছে বাংলাদেশ।

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দল আগেও খেলেছে। ২০১৪ আসরে তিন ম্যাচ, ২০২২ আসরে দুই ম্যাচ। তবে এই পাঁচ ম্যাচের একটিতেও বাংলাদেশ জিততে পারেনি। গতকাল সন্ধ্যায় বাহরাইনের বিপক্ষে সেই শূন্যতা কাটিয়েছে পিটার বাটলারের দল। এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের জয় এখন আর ০ নয়, ১।

আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা শূন্যতার অবসান ঘটিয়েছেন আরেকটি জায়গায়। বাংলাদেশ দল নিজেদের খেলা আগের দুই বাছাইপর্বে গোল হজম করেছিল ২৫টি। ম্যাচপ্রতি গড়ে ৫ গোল! দুই ডজনের বেশি গোল হজম করা দলটি প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি। গতকাল ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সেই গোলশূন্যতা কেটেছে ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের সৌজন্যে।

বলা হয়ে থাকে, ০ থেকে ১ মানে শুধু সংখ্যাগত অগ্রগতি নয়, বরং মানসিক বিপ্লব। পরের পথটা শুধুই এগিয়ে যাওয়ার। বাংলাদেশ নারী ফুটবল দলও কাল এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম গোলের পর শুধু এগিয়েছেই। তহুরা খাতুন, ঋতুপর্ণা, কোহাতি কিসকু, মুনকি আক্তারদের পাঁয়ের ছোঁয়ায় বাংলাদেশ পেয়েছে একের পর এক গোল। ৯০ মিনিট শেষের স্কোরলাইন ৭–০! কে বলবে, এই ম্যাচের জয়ী দল মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে?

একের পর এক গোল উদ্‌যাপন করেছেন তহুরা–শামসুন্নাহাররা।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ন যত

এছাড়াও পড়ুন:

দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুনও চলে গেলেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, মাহফুজার বাবার নাম মো. মহসিন আলী। তাঁর স্বামীর নাম ওমর আলী। আয়েশা সিদ্দীকা নামে তাঁর একটি মেয়ে রয়েছে। তিনি তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা।

মারা যাওয়ার দুদিন আগে মাহফুজা খাতুনের সঙ্গে শেষবারের মতো কথা বলেন বড় বোন লুৎফুন নাহার। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাহফুজা বলেছিল, “আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আর বাঁচব না।”’

গতকাল মাগরিবের নামাজের পর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মাহফুজা খাতুনের জানাজা হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে জানান স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫–এ। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ১৪ জন। দগ্ধ ২১ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী–শিক্ষকসহ প্রতিষ্ঠানটির ৩৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া রয়েছেন। বিমানের পাইলটসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫।

সম্পর্কিত নিবন্ধ