প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদায় মমতাজ, জামিনের আবেদন করতে বললেন আইনজীবীকে
Published: 30th, June 2025 GMT
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কাওয়ালিন নাহার আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মমতাজ বেগম সংসদ সদস্য ছিলেন। কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণির একজন বন্দী। প্রথম শ্রেণির কারাবন্দী যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তিনিও তা পাচ্ছেন।
দেড় মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন মমতাজ। তাঁর আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মমতাজ বেগম আগে কখনো কারাগারে যাননি। তিনি এই প্রথম কারাগারে গেছেন। যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তাই কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন। প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট, একটি টেবিল ও পত্রিকা। আর খাবার হিসেবে পাচ্ছেন ভাত, মাছ ও মাংস।
কারাগারে পত্রিকার পাশাপাশি ধর্মীয় বইপুস্তক পড়ে মমতাজের সময় কাটছে বলে জানান তাঁর আইনজীবী রেজাউল। তিনি বলেন, আরও ধর্মীয় বই কারাগারে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে তাঁর মক্কেল অনুরোধ করেছেন। সেসব বইপত্র দেওয়া হয়েছে।
মমতাজের দুই মেয়ে কানাডায় থাকেন বলে জানান তাঁর আইনজীবী রেজাউল করিম। তিনি বলেন, মমতাজের মেয়েরা কানাডার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। আর তাঁর ছেলে দেশে থাকেন। তিনি বাক্প্রতিবন্ধী।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর মমতাজ আত্মগোপনে চলে যান। এ বিষয়ে তাঁর আইনজীবী রেজাউল বলেন, সরকার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে ছিলেন। পরে তিনি চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে যান। গত ১২ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে ধানমন্ডিতে গ্রেপ্তার করেন।
পরদিন ১৩ মে মমতাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সেদিন আদালতে তোলার সময় উৎসুক জনতার ভিড়ে তাঁর পায়ে থাকা জুতা খুলে রাস্তায় পড়ে থাকে। আইনজীবী রেজাউল বলেন, পরে পরিবারের সদস্যরা মমতাজের জন্য নতুন জুতা কেনেন। সেই জুতা কারাগারে পৌঁছে দেওয়া হয়।
গত ২২ মে মমতাজকে নেওয়া হয়েছিল মানিকগঞ্জের আদালতে। সেদিন মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ‘মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। তিনি শিল্পী হয়েও ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন তাঁর পক্ষে কাজ করেছেন।’
অবশ্য মমতাজের আইনজীবী রেজাউল বলেন, তাঁর মক্কেল একজন শিল্পী মানুষ। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শুধু এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক মামলায় তাঁকে আসামি করা হচ্ছে।
রাজধানীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে আজ মমতাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়েছিল।
আইনজীবীর সঙ্গে কথোপকথন
আজ সকাল সাড়ে আটটার পর একটি নীল রঙের প্রিজন ভ্যান ঢাকার সিএমএম আদালতের হাজতখানার প্রধান ফটকে এসে থামে। প্রিজন ভ্যানটি পরে হাজতখানার ভেতরের দিকে ঢুকে যায়।
তখনই খবর ছড়ায়, মমতাজকে আনা হয়েছে। তাঁকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
সকাল সাড়ে দশটার পর কড়া পুলিশি পাহারায় মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয়। তাঁর মুখে ছিল মাস্ক, মাথায় পুলিশের হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট।
মমতাজকে নিচতলা থেকে হাঁটিয়ে সিঁড়ি দিয়ে চতুর্থ তলায় সিএমএম আদালতের এজলাসকক্ষে নিয়ে যাওয়া হয়। কাঠগড়ায় তোলার পর মমতাজের মাথা থেকে হেলমেটটি খুলে নেন একজন নারী কনস্টেবল।
প্রথম দুই মিনিট মাথা নিচু করে মমতাজ দাঁড়িয়ে ছিলেন। তখনো তাঁর মুখে পরা ছিল মাস্ক। মমতাজের পাশে দাঁড়িয়ে ছিলেন আরেকটি মামলার আসামি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তাঁরা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিচারক এজলাসে আসেন। তখন একজন পুলিশ কর্মকর্তা মমতাজ বেগমের নাম ধরে ডাকেন। তিনি উপস্থিত আছেন, তা আদালতকে জানিয়ে দেন।
পরে মমতাজকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর অন্য আসামিদের বিষয়ে শুনানি শুরু হয়। তখন মমতাজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁর আইনজীবী রেজাউল আদালতকক্ষে আসেন।
আইনজীবী রেজাউল কাঠগড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তখন মমতাজ হাসিমুখে তাঁর আইনজীবীর কাছে জানতে চান, তিনি কেমন আছেন?
‘ভালো আছি’ জবাব দিয়ে মমতাজের উদ্দেশ্যে তাঁর আইনজীবী বলেন, ‘আপনি কেমন আছেন?’
মমতাজও বলেন, ‘ভালো আছি।’
মমতাজ তাঁর আইনজীবীকে বলেন, ‘আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কয়টি মামলা হয়েছে?’
জবাবে রেজাউল বলেন, ‘আমার জানামতে, আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে।’
মমতাজ তাঁর আইনজীবীকে সব কটি মামলার কাগজপত্র ওঠানোর অনুরোধ করেন। মমতাজ বলেন, ‘আমার জামিনের জন্য আবেদন করেন।’
তখন রেজাউল বলেন, ‘আমি শিগগিরই মামলার সব কাগজপত্র ওঠাব। উচ্চ আদালত জামিন আবেদন করব।’
পরে আইনজীবী রেজাউল তাঁর মক্কেল মমতাজের শারীরিক অবস্থার কথা জানতে চান। মমতাজ বলেন, ‘আমার শরীর ঠিক আছে। তবে প্রেশারটা আপ-ডাউন করছে।’
প্রায় ১৫ মিনিট মমতাজ তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলেন।
এক ঘণ্টার মতো মমতাজ কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সবার শুনানি শেষ হলে মমতাজকে অন্যদের সঙ্গে আবার আদালতের হাজতখানায় নেওয়া হয়। তখন মমতাজ তাঁর মুখে আবার মাস্ক পরে নেন। তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেয় পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম শ র ণ র ক র বন দ প রথম আল ক র আইনজ ব র জ উল ক হ জতখ ন মমত জ র মমত জ ত ন মমত জ স এমএম র জন য ক ঠগড়
এছাড়াও পড়ুন:
ভোটের মাঠে সরব জামায়াতপন্থি আইনজীবিদের ভোট প্রার্থনা
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল আইনজীবিদের সঙ্গে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আইনজীবিদের মাঝে লিফলেট বিতরণ শেষে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের আইনজীবিরা বলেন, জামায়াতে ইসলামী মানবতার মুক্তি ও কল্যাণকামী একটি সংগঠন।
এদেশে ইসলামের সু-মহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য এই প্যানেলকে বিজয়ী করতে সকল আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সমর্থিত সভাপতি পদে এড. এ হাফিজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোঃ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোঃ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।