বহুদিন পর তৌকীরের নাটক, অভিনয়ে শ্যামল-আইশা
Published: 30th, June 2025 GMT
তৌকীর আহমেদ-নামটি উচ্চারণ করলেই মনে পড়ে যায় বর্ণিল অভিনয়, সূক্ষ্ম নির্মাণশৈলী আর গল্প বলার মুনশিয়ানার কথা। অভিনয়ে কিংবা পরিচালনায় এখন আর খুব একটা দেখা যায় না তাঁকে। সর্বশেষ বড়পর্দায় ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। তারপর যেন নীরব বিরতি। তবে সেই নীরবতা ভেঙে এবার তিনি ফিরলেন নির্মাণের ক্যানভাসে। টিভি পর্দায় ধারাবাহিক নাটকের নির্মাতা ও গল্পকার হয়ে।
বিটিভির জন্য নির্মিত এই ধারাবাহিক নাটকের নাম ‘ধূসর প্রজাপতি’। নামেই লুকিয়ে একধরনের কবিত্ব।
সম্প্রতি গাজীপুরের ‘নক্ষত্রবাড়ি’-তে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন দুই তরুণ তারকা শ্যামল মাওলা ও আইশা খান। তাদের সঙ্গে কাজ করছেন বাংলা নাটকের প্রবীণ ও অভিজ্ঞ মুখ-আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্তসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে উচ্ছ্বসিত শ্যামল মাওলা বললেন, ‘তৌকীর আহমেদের নির্মাণ মানেই ব্যতিক্রমী কিছু। তাঁর সঙ্গে কাজ করা মানে শিল্পীসত্তার আরেকটি নতুন আবিষ্কার। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকের জন্য চমক থাকুক। শুধু বলব, দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে।’
আইশা খান জানালেন, ‘শ্যামল মাওলার সঙ্গে এর আগেও কিছু কাজ করেছি ওটিটিতে। কিন্তু এই নাটকটির অভিজ্ঞতা একেবারেই আলাদা। তৌকীর ভাইয়ের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সম্মানের। গল্পটা খুব মানবিক, দর্শক হৃদয়ে ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস।’
‘ধূসর প্রজাপতি’ শুধুই একটি নাটক নয়-এ যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প, সম্পর্কের জটিল ধাঁধা, আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস। তৌকীর আহমেদের হাতে সেই গল্প নতুন করে প্রাণ পাবে বলেই প্রত্যাশা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ক র আহম দ আইশ খ ন ধ র ব হ ক ন টক ক জ কর
এছাড়াও পড়ুন:
দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুনও চলে গেলেন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
হাসপাতাল সূত্র জানায়, মাহফুজার বাবার নাম মো. মহসিন আলী। তাঁর স্বামীর নাম ওমর আলী। আয়েশা সিদ্দীকা নামে তাঁর একটি মেয়ে রয়েছে। তিনি তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা।
মারা যাওয়ার দুদিন আগে মাহফুজা খাতুনের সঙ্গে শেষবারের মতো কথা বলেন বড় বোন লুৎফুন নাহার। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাহফুজা বলেছিল, “আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আর বাঁচব না।”’
গতকাল মাগরিবের নামাজের পর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মাহফুজা খাতুনের জানাজা হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে জানান স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫–এ। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ১৪ জন। দগ্ধ ২১ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী–শিক্ষকসহ প্রতিষ্ঠানটির ৩৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া রয়েছেন। বিমানের পাইলটসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫।