লক্ষ্মীপুরে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মামলার হুমকির অভিযোগে একটি মামলা দায়ের এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে দিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

রবিবার (২৯ জুন) রাতে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর শহর শাখা।

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদে তুষার নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ আনা হয়েছে; তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসান তুষার (পিতা: বাহার ভেন্ডার, সাং: বাঞ্চানগর) জামায়াতের কোনো ইউনিট বা উপশাখার সদস্য নন এবং তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

সংগঠনটি জানিয়েছে, জামায়াত আদর্শগতভাবে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধী। কেউ জামায়াতের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার দায় দল নেবে না। প্রশাসনের সহায়তায় এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রতি জামায়াত অঙ্গীকারবদ্ধ।

লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি মু.

হারুনুর রশিদ বলেছেন, আশা করি, আমাদের এ বিবৃতির পর জামায়াত নিয়ে অপপ্রচারে জড়িত ব্যক্তিরা বাস্তবতা বুঝে বিভ্রান্তি থেকে সরে আসবেন।

ঢাকা/লিটন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ