বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল আনতে চায় সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজি আনার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। সায়ান গ্লোবালস সংবাদ মাধ্যমকে বলেছে, দল আনার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। 

সোমবার মিরপুরে সায়ান গ্লোবালসের লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে কী কী ডকুমেন্টে দিতে হবে তাও জানা আছে, আমরা সেগুলো প্রস্তুত করে রেখেছি। আশা করি, বোর্ড আমাদের প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে এবং নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করবে।’

বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের দল আহ্বান করে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করতে হবে। শর্তপূরণ সাপেক্ষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দল নির্বাচন করা হবে।

সর্বশেষ বোর্ড সভায় বিপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিসিবি পরিচালক মাহবুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজও বোর্ড সভায় বসেছেন বিসিবির পরিচালকরা। জানা গেছে, এই বোর্ড সভায় বাজেট পাশের বিষয়টি থাকবে মূল আলোচ্য। তবে বিপিএল নিয়েও আলোচনা হতে পারে। 

বিসিবি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসরের জন্য সময় বরাদ্দ নিয়ে রেখেছে। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। গত আসরের বিপিএলে দর্শকদের দারুণ সাড়া মিললেও দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বিতর্কে জেরবার ছিল বিসিবি।  

গত আসরে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজি এসেছিল। এর মধ্যে রাজশাহী ও চিটাগং পারিশ্রমিক পরিশোধ না করাসহ বেশ কিছু অনিয়ম করে। যে কারণে বিতর্কিত হয় বিপিএল। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে তাই সতর্ক থাকবে বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভালো দল না পেলে তারা পাঁচ দল নিয়েও বিপিএল আয়োজন করতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ফ র য ঞ চ ইজ ব প এল প রস ত

এছাড়াও পড়ুন:

‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।

আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।

এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।

ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’

১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।

সম্পর্কিত নিবন্ধ