বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল আনতে চায় সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজি আনার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। সায়ান গ্লোবালস সংবাদ মাধ্যমকে বলেছে, দল আনার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। 

সোমবার মিরপুরে সায়ান গ্লোবালসের লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে কী কী ডকুমেন্টে দিতে হবে তাও জানা আছে, আমরা সেগুলো প্রস্তুত করে রেখেছি। আশা করি, বোর্ড আমাদের প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে এবং নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করবে।’

বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের দল আহ্বান করে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করতে হবে। শর্তপূরণ সাপেক্ষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দল নির্বাচন করা হবে।

সর্বশেষ বোর্ড সভায় বিপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিসিবি পরিচালক মাহবুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজও বোর্ড সভায় বসেছেন বিসিবির পরিচালকরা। জানা গেছে, এই বোর্ড সভায় বাজেট পাশের বিষয়টি থাকবে মূল আলোচ্য। তবে বিপিএল নিয়েও আলোচনা হতে পারে। 

বিসিবি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসরের জন্য সময় বরাদ্দ নিয়ে রেখেছে। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। গত আসরের বিপিএলে দর্শকদের দারুণ সাড়া মিললেও দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বিতর্কে জেরবার ছিল বিসিবি।  

গত আসরে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজি এসেছিল। এর মধ্যে রাজশাহী ও চিটাগং পারিশ্রমিক পরিশোধ না করাসহ বেশ কিছু অনিয়ম করে। যে কারণে বিতর্কিত হয় বিপিএল। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে তাই সতর্ক থাকবে বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভালো দল না পেলে তারা পাঁচ দল নিয়েও বিপিএল আয়োজন করতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ফ র য ঞ চ ইজ ব প এল প রস ত

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ