বিপিএলে আসতে চায় ‘নোয়াখালী রয়্যালস’ নামের ফ্র্যাঞ্চাইজি
Published: 30th, June 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল আনতে চায় সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজি আনার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। সায়ান গ্লোবালস সংবাদ মাধ্যমকে বলেছে, দল আনার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা।
সোমবার মিরপুরে সায়ান গ্লোবালসের লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে কী কী ডকুমেন্টে দিতে হবে তাও জানা আছে, আমরা সেগুলো প্রস্তুত করে রেখেছি। আশা করি, বোর্ড আমাদের প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে এবং নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করবে।’
বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের দল আহ্বান করে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করতে হবে। শর্তপূরণ সাপেক্ষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দল নির্বাচন করা হবে।
সর্বশেষ বোর্ড সভায় বিপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিসিবি পরিচালক মাহবুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজও বোর্ড সভায় বসেছেন বিসিবির পরিচালকরা। জানা গেছে, এই বোর্ড সভায় বাজেট পাশের বিষয়টি থাকবে মূল আলোচ্য। তবে বিপিএল নিয়েও আলোচনা হতে পারে।
বিসিবি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসরের জন্য সময় বরাদ্দ নিয়ে রেখেছে। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। গত আসরের বিপিএলে দর্শকদের দারুণ সাড়া মিললেও দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বিতর্কে জেরবার ছিল বিসিবি।
গত আসরে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজি এসেছিল। এর মধ্যে রাজশাহী ও চিটাগং পারিশ্রমিক পরিশোধ না করাসহ বেশ কিছু অনিয়ম করে। যে কারণে বিতর্কিত হয় বিপিএল। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে তাই সতর্ক থাকবে বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভালো দল না পেলে তারা পাঁচ দল নিয়েও বিপিএল আয়োজন করতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ফ র য ঞ চ ইজ ব প এল প রস ত
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে ভুয়া র্যাব গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া সনদ জব্দ করা হয়।
শনিবার (১৬ আগস্ট) র্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার
সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র্যাব
গ্রেপ্তার মো.ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে ইয়াসিন হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ইয়াসিন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ছাত্রকে জানান, তিনি ঢাকায় কর্মরত আছেন। মোবাইলে র্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন।
এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/সুজন/মেহেদী