৪০০টির বেশি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অনলাইন তথ্যভান্ডারের আওতায় আনা হচ্ছে
Published: 30th, June 2025 GMT
দেশের ৪০০টির বেশি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থাকে অনলাইন তথ্যভান্ডারের আওতায় আনতে যাচ্ছে সরকার। সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যভান্ডারটির নাম ‘স্টেটওয়নড এন্টারপ্রাইজেস অ্যান্ড অটোনোমাস বডিজ বাজেট, রিপোর্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডেটাবেইস’+, যা সংক্ষিপ্ত রূপ ‘সেবার+’ নামে পরিচিত।
সচিবালয়ে আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি বছরে সেবার+এর মাধ্যমে ৭২টি সংস্থার বাজেট প্রণয়নের কাজের সমাপ্তি ঘোষণা করেন। অর্থসচিব মো.
অনুষ্ঠানে জানানো হয়, সেবার+এর মাধ্যমে বাজেট রিপোর্টিং, ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণ এবং কর্মকৃতি মূল্যায়ন (পারফরম্যান্স) সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ১২টি সংস্থা দিয়ে পরীক্ষামূলকভাবে সেবার+ ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল। আগে অর্থ বিভাগ ৪৯টি সংস্থার বাজেট করত কাগজে-কলমে (অফলাইন)।
‘সেবার+’ হচ্ছে অর্থ বিভাগের মনিটরিং সেল প্রণীত একটি অনলাইন ডেটাবেজ পদ্ধতি, যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর বাজেট প্রস্তুত, তাদের ঋণ ও প্রচ্ছন্ন দায়ের হিসাবায়ন, রিপোর্টিং ও সার্বিক কাজের মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, অফলাইন থেকে অনলাইন ব্যবস্থায় রূপান্তরের ফলে চলতি অর্থবছরে ৭২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার বাজেট প্রক্রিয়া নির্ভুল হয়েছে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অর থ ব ভ গ ব যবস থ
এছাড়াও পড়ুন:
স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার উপকারিতা
স্ত্রীর সাথে যোগাযোগ উন্নত করার প্রথম টিপস হলো, তিনি কী বলছেন তা শুনতে শেখা। তিনি যে চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করছেন তার প্রতি মনোযোগ দেওয়া, তার কথা এবং তার শারীরিক ভাষা উভয়ই বোঝার চেষ্টা করা। কারণ মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে সংযোগ উন্নত করতে সাহায্য করবে না বরং আপনার চারপাশের অন্যদের প্রতি আরও কীভাবে সহমর্মী ও ধৈর্যশীল হতে হয়, তা শিখতেও সাহায্য করবে।
সমস্যা সমাধানের উপায় খুঁজে পাবেন
অনেক সময় কথা বলতে বলতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমন কয়েকটি শব্দ বেছে নিন যা কঠিন মুহূর্তে বিরতি নিয়ে সহায়তা দেবে। যেমন একটু পরে কথা বলি, ঠান্ডা হও ইত্যাদি। সচেতনভাবে কথার মাঝে অন্য কথা নিয়ে আসুন। যাতে আলোচনা ঘুরে যায়। স্ত্রী যদি চিৎকার করে বা কঠিন কথা বলতে শুরু করে তাহলে সে কথা বলা থামানো না পর্যন্ত আপনি চুপ থাকুন, বিরতি নিন। এই অভ্যাস আপনার অভিসে মানিয়ে নিতেও সহায়তা দেবে।
সম্পর্কে থাকা মানে সীমানাহীন হওয়া নয়
স্ত্রীকে আপনি যা বলতে চান, তা আপনার বক্তব্যের প্রথমভাগে রাখুন। তবে একবার ভেবে নেবেন ওই কথা দুইজনের আলোচনা এগিয়ে নেবে নাকি আঘাত করবে। আঘাত করার আশঙ্কা থাকলে আলোচনার শেষ দিকে আপনার মূল বক্তব্য বলুন। ধরা যাক, তিনি কঠিন কোনো কথা আপনাকে শুনিয়েছেন, সন্দেহ প্রকাশ করেছেন—তাকে প্রশ্ন করুন সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যা মনে আসে তাই বলা কতটা বিপদজনক হতে পারে?
আরো পড়ুন:
১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর
রেগে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী
আপনার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডানোর উপায় খুঁজে পাবেন
ধরা যাক আপনার স্ত্রী আপনাকে কোনো অভিযোগ দিয়েছে। আপনি সময় নিন, কিছুক্ষণ ভাবুন। এরপর আপনি আসলেই দোষী কিনা বুঝবেন। যদি দোষ না থাকে তাহলে আপনার যুক্তি উপস্থাপনের আগে বলুন যে, ‘তুমি যা বুঝেছো তা হলো…’। এবার তাকে বলতে দিন। সে তার ভুল বুঝতে পারলে সহমর্মীতা দেখান। আপনার ভুল থাকলে ক্ষমা চেয়ে নিন।
অন্যকে বুঝতে পারবেন
যে কাউকে ঠিকঠাক বোঝার উপায় হলো তার জায়গায় নিজেকে, নিজের অবস্থানকে ভাবা। দুইজনের সম্পর্কে কখন জটিলতা তৈরি হচ্ছে, কখন স্বাভাবিক থাকছে এগুলো বুঝুন। এতে যোগাযোগ সহজ হবে।
যত্নশীল হতে পারবেন
স্ত্রীর ভালোলাগা মন্দলাগাগুলো বুঝে ওঠার চেষ্টা করুন। তার ভালোলাগা বিষয়গুলোর যত্ন নিন। এতে দেখবেন দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে,অন্যদের সঙ্গেও সহজে মানিয়ে নিতে পারছেন।
সূত্র: দ্যা ম্যারেজ অবলম্বনে
ঢাকা/লিপি