বিতর্কিত ঠিকাদারের কাচ্চিতে ভূরিভোজ কর্মকর্তা-কর্মচারীর
Published: 30th, June 2025 GMT
চলতি অর্থবছরের শেষ দিন ছিল সোমবার (৩০ জুন)। ফলে এদিন দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা হিসাবরক্ষণ অফিসে বিভিন্ন কাজের বিল ছাড়ের ছিল তুমুল ব্যস্ততা। এর মধ্যে সাদা রঙের একটি মাইক্রোবাসে ওই অফিসে এসে পৌঁছাল নামকরা একটি ব্র্যান্ডের তৈরি কাচ্চি বিরিয়ানির প্যাকেট। হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপহার হিসেবে খাবারগুলো এনেছেন বিস্ফোরক মামলার আসামি ও বিতর্কিত ঠিকাদার আবদুর রহমান মুন্না। তাতে কী, ততক্ষণে অফিসজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। অতঃপর সেই কাচ্চি বিরিয়ানিতেই দুপুরে ভূরিভোজ সারেন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, আজ দুপুর পৌনে ২টার দিকে ঠিকাদার মুন্না গাড়িভর্তি কাচ্চি বিরিয়ানি উপজেলা পরিষদের ভেতরে হিসাবরক্ষণ অফিসে নিয়ে আসেন। এ সময় মুন্না গাড়ির ভেতরেই অবস্থান করলেও খাবারের প্যাকেট অফিসের ভেতরে পৌঁছে দেন তাঁর চালক। এরপর অফিস পিয়নরা খাবারগুলো প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর টেবিলে পৌঁছে দেন।
বিতর্কিত ঠিকাদার মুন্নার বিরুদ্ধে অভিযোগ অনেক। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয় চারঘাট থানায়। এ ছাড়া রাজশাহীর বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা সম্প্রতি আইজিপি বরাবর মুন্নার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তারা দাবি করেন, সাবেক আইজিপি শহীদুল হকের ‘আশীর্বাদে’ মুন্না ১৭ বছর ধরে সারদা পুলিশ একাডেমি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন জেলায় পুলিশের স্থাপনা নির্মাণ, সংস্কার, রেশন সরবরাহ, পণ্য ও সেবা সরবরাহের অধিকাংশ কাজ নামে-বেনামে করেছেন। এককভাবে পুলিশের সব কাজ করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। সাবেক আইজিপি শহীদুল হকের প্রভাব খাটিয়ে তিনি পুলিশে একচেটিয়া নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যও করেছেন।
হিসাব রক্ষণ অফিসের এক কর্মচারী জানান, ঠিকাদার মুন্নার প্রতিষ্ঠানের কয়েকটি কাজের বিল আটকে ছিল। আজ সেগুলো ছাড়া হয়েছে। অন্য ঠিকাদারের কোনো বিল কাগজপত্রের জটিলতায় আটকা পড়লে মুন্না সব সময় এ বিষয়ে অফিসের সঙ্গে সমঝোতা করে চলেন। এ জন্য প্রায়ই কর্মকর্তাদের নানা ধরনের উপহার দিয়ে খুশি রাখেন। তাই বিল ছাড় হলে অফিসের সবাইর জন্য মাঝেমধ্যে ভালো খাবারের ব্যবস্থা করেন।
হিসাবরক্ষণ অফিসের অডিটর নয়ন কুমার অধিকারী বলেন, ‘আজ (সোমবার) দুপুরে আমাদের সবার জন্য কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা ছিল। খাওয়ার পর আমি জেনেছি সেগুলো ঠিকাদার মুন্না পাঠিয়েছেন। শুধু আমাদের অফিসে না, পাশের কয়েকটি ব্যাংকেও তিনি খাবার পাঠিয়েছেন বলে শুনেছি।’
এদিকে একজন বিতর্কিত ঠিকাদারের কাছ থেকে উপহার হিসেবে কাচ্চি বিরিয়ানি খাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আঞ্জুমান আরা বলেন, যে ঠিকাদারের বিলের কাজ করছেন, তাঁর কাছ থেকেই কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন কর্মকর্তারা। এটি কোনো নীতি-নৈতিকতার মধ্যে পড়ে না।
এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সামশুল করিম বলেন, ‘আমার কর্মচারীরা বলেছিল, আজ দুপুরে খাবার না আনার জন্য। তারা মুন্না নাকি অন্য কারও কাছ থেকে খাবারের ব্যবস্থা করেছে, আমার জানা নেই।’ যে কেউ খাবার দিলেই তাঁর সেটি খাওয়া নৈতিকতার মধ্যে পড়ে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দেননি।
হিসাবরক্ষণ অফিসে খাবার পাঠানোর বিষয়টি কৌশলে এড়িয়ে যান ঠিকাদার আবদুর রহমান মুন্না। তিনি দাবি করেন, ‘আমার গাড়ি রাজশাহী থেকে চারঘাট যাচ্ছিল। পথে হিসাবরক্ষণ অফিসের খাবারের বিষয়টি জানতে পেরে আমার গাড়িতে সেগুলো অফিসে পৌঁছে দিয়েছি।’ বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে মুন্না বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতিতে কখনও জড়িত ছিলাম না। সৎভাবে ব্যবসা করেছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব তর ক ত ঠ ক দ র কর মকর ত ব যবস উপজ ল
এছাড়াও পড়ুন:
‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।
আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।
এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।
ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’
১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।