নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারিদের দীর্ঘদিনের প্রত্যাশা রেশন ভাতা বাস্তবায়নসহ নানা দা‌বি নি‌য়ে অর্থ স‌চিব ও অর্থ উপদেষ্টার একান্ত স‌চি‌বের স‌ঙ্গে দেখা ক‌রে‌ছেন বাদিউল কবী‌রের নেতৃত্বাধীন স‌চিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত প‌রিষদ।

সোমবার (৩০ জুন) স‌চিবাল‌য়ে দুপুরে নেতারা অর্থ মন্ত্রণালয়ের সচিব মো.

খায়েরুজ্জামান এবং অর্থ উপদেষ্টার অনুপ‌স্থি‌তিতে তার একান্ত সচিবের সঙ্গে পৃথকভা‌বে সাক্ষাৎ করেন। এ সময় তারা কর্মচারিদের দাবির বিষয়ে তা‌দের অবহিত করেন। অলোচনাকালে অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত উক্ত বিষয়ে কার্যক্রম গৃহীত হবে মর্মে আশ্বাস দেয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প‌রিষ‌দের মহাস‌চিব নিজাম উ‌দ্দিন আহ‌মেদ।

এর আগে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় সংযুক্ত পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাদিউল কবীর।

এ সময় সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ সচিবালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় কর্মরত কর্মচারিদের জন্য নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারিদের দীর্ঘদিনের প্রত্যাশা রেশন ভাতা বাস্তবায়নের জন্য আলোচনা করেন।

সভায় সচিবালয়ে কর্মচারি নামধারী কতিপয় ব্যক্তির অরুচিকর, অবাস্তব, কর্মচারীদের দাবির সঙ্গে অপ্রাসঙ্গিক মিথ্যাচার ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করা হয়ে‌ছে।

এ সময় নেতারা বলেন, বাংলাদেশ সচিবালয়ের সুনাম ও ঐতিহ্য ভঙ্গ করে কতিপয় ব্যক্তি সচিবালয়ের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত। উক্ত ব্যক্তিরা সাধারণ কর্মচারিদের স্বার্থকে উপেক্ষা করে অতীতে বনভোজন, মাশরুমের কক্ষ বরাদ্দ এবং সচিবালয় সমবায় দখলে নিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধার ও বাণিজ্যিক মনোভাব প্রকাশ করে আসছেন। তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো হীন কার্যের আশ্রয় গ্রহণ এবং সচিবালয়ের চলমান গঠনমূলক নেতৃত্ব পরিচালনাকারীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও মিথ্যা অপপ্রচার চালনার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করে চলেছেন, তাতে কর্ণপাত না করে এবং তাদের উস্কানিতে সাড়া না দিয়ে সহকর্মী ভাই-বোনদের অনুরোধ জানান।

কোনো ক্রমে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে উদ্ভূত পরিস্থির মোকাবেলা করার সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

সভায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের ডাকে সাড়া দিয়ে অতীতে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি-দাওয়া পেশ ও সফল বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতের দিনগুলোতেও ধৈর্য, সংযম, বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে কালো আইন বাতিলের বা কাঙ্ক্ষিত সংশোধনী গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সকলকে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

আগামী জুলাই মা‌সের মধ্যে ৯ম পে-কমিশন গঠন এবং সচিবালয়ে রেশন ভাতা চালুর জন্য যে কোনো সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হ‌য়ে‌ছে।

সভায় উপ‌স্থিত ছি‌লেন, প‌রিষ‌দের প্রধান উপদেষ্টা মো: তোয়াহা, শাহীন গোলাম রব্বানী, মো: নজরুল ইসলাম, মো: নুরুজ্জামাল, মো: মিজানুর রহমান, সুমন জিমানুর রহমান, আব্দুস সবুর, বাবুল আক্তার, বায়েজিদ হাসান, মাকছুদা আক্তার বেলী, নুরুন্নাহার, রহমত উল্লাহ বাবু, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মো: বিপুল, আরিফুর রহমান, আরিফ হুসাইন,, রুহুল আমিন মো: আরিফ, সাব্বির আহম্মেদ, আব্দুল কাদের, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা। 
 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ