নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দী মরদেহ
Published: 1st, July 2025 GMT
কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণগ্রামের সৌদিআরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার সকালে নিখোঁজ হন। এর পর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজেও কোনো সন্ধান পাননি। পরে বুড়িচং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
শামসুল হকের ছেলে ইকরামুল অভিযোগ করে বলেন, তার মা ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তার ধারণা।
বুড়িচং থানার ওসি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
লড়তেন কুস্তি, এখন জাদুর বাঁশি’তে মুগ্ধ করে রাখেন তিনি
ছবি: সংগৃহীত