এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। আরও নতুনত্ব নিয়ে সারা দেশে হবে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিগত তিন বছরের মতো আগামী তিন বছর এ আয়োজনে সহায়তা করছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো।

শিখোর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এবং প্রথম আলোর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আয়োজনে নতুনত্ব আনার পরামর্শ দেন। তিনি বলেন, আরও বেশি মানুষকে যুক্ত করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে। আগের আয়োজনের অভিজ্ঞতার আলোকে সামনে আরও ভালো করতে হবে।

শিখোর সিইও শাহীর চৌধুরী বলেন, আগের তুলনায় এবার আরও বেশি শিক্ষার্থী এ আয়োজনে যুক্ত হতে পারে। সে জন্য প্রচারণায় নতুনত্ব আনা হচ্ছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, এ আয়োজনের মাধ্যমে সারা দেশের মেধাবী মুখগুলো একত্র হয়, যারা দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন তাদের উদ্‌যাপনকে বাড়তি মাত্রা দেবে।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল অন ষ ঠ ন নত নত ব

এছাড়াও পড়ুন:

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর আজ রবিবার দুপুর ১টা থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড করে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকে না। ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ