আরও নতুনত্ব নিয়ে হবে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান
Published: 1st, July 2025 GMT
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। আরও নতুনত্ব নিয়ে সারা দেশে হবে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিগত তিন বছরের মতো আগামী তিন বছর এ আয়োজনে সহায়তা করছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো।
শিখোর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এবং প্রথম আলোর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আয়োজনে নতুনত্ব আনার পরামর্শ দেন। তিনি বলেন, আরও বেশি মানুষকে যুক্ত করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে। আগের আয়োজনের অভিজ্ঞতার আলোকে সামনে আরও ভালো করতে হবে।
শিখোর সিইও শাহীর চৌধুরী বলেন, আগের তুলনায় এবার আরও বেশি শিক্ষার্থী এ আয়োজনে যুক্ত হতে পারে। সে জন্য প্রচারণায় নতুনত্ব আনা হচ্ছে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, এ আয়োজনের মাধ্যমে সারা দেশের মেধাবী মুখগুলো একত্র হয়, যারা দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন তাদের উদ্যাপনকে বাড়তি মাত্রা দেবে।
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল অন ষ ঠ ন নত নত ব
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।