তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি সরবরাহের লাইন বন্ধ থাকায় সব ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত জানুয়ারি থেকে চলছে এই দুর্ভোগ।
বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের সময় পানির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের সাবমার্সিবল নলকূপ থেকে বিকল্প সংযোগ ব্যবহার করে। যার এক পর্যায়ে সেটি বিকল হয়ে যায়।
সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক জানান, প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষক ও ৪০৪ জন শিক্ষার্থী আছে। নলকূপ বিকল হওয়ায় বিদ্যালয়ের সবক’টি ওয়াশব্লক বন্ধ রয়েছে। অপরদিকে নির্মাণাধীন ভবনের ইটের গাঁথুনি নির্মাণকাজেও প্রায় এক মাস ধরে পানি দেওয়া হচ্ছে না। থমকে আছে কাজ। বিষয়টি অবহিত করার পর উপজেলা প্রকৌশলী নির্মাণকাজ আপাতত বন্ধ রাখার জন্য শ্রমিকদের বলে দিয়েছেন। পরে বার বার অবহিত করেও এখন সমাধান পাচ্ছেন না। পঞ্চম শ্রেণির ছাত্র সাইফ উদ্দিন জানায়, বিদ্যালয়ের টয়লেটে পানি না থাকার কারণে তাদের খুব সমস্যা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, বিদ্যালয়ের সাবমার্সিবল নলকূপটি বন্ধ থাকার কারণে ৬টি ওয়াশব্লকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হয়। কম পানি ব্যবহারে দুর্গন্ধ বেড়ে যাচ্ছে। ঠিকাদার লিটন মিয়াকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছেন না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ