Samakal:
2025-10-03@02:39:06 GMT

বিভাজনের বিপজ্জনক রেখা

Published: 1st, July 2025 GMT

বিভাজনের বিপজ্জনক রেখা

বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস শুধু ক্যালেন্ডারের সাধারণ মাস হিসেবে আর নেই; সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে গভীর ছাপ ফেলেছে। গত বছর এই মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু বর্তমান পরিস্থিতির পরিবর্তন করেনি; ভবিষ্যতের জন্যও নতুন রাজনৈতিক দিশা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার বিকাশের পথ সুগম করেছে।

গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা হলো, দেশের জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। ক্ষমতা ও শাসক দল যতই কঠোর হোক না কেন, জনগণের ঐক্য ও সচেতনতা তাদের বিরুদ্ধে জয়ী হতে পারে। এই অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে, যেখানে নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইকে শক্তিশালী ভিত্তি প্রদান করা হয়।

তবে গণঅভ্যুত্থানের ঐক্যের মাঝেও বিভাজনের বিপজ্জনক রেখা ক্রমে বড় হয়ে উঠছে। গণঅভ্যুত্থানের পর কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং নতুন গঠিত সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য আন্দোলনের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। এই রাজনৈতিক বিভাজন দেশকে একটি দীর্ঘ অস্থিরতা ও অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে। ঐক্য না থাকায় স্বৈরাচারী শক্তি ফের ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে। 
সবকিছুর মাঝ দিয়েও অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির আধিপত্য এই প্রচেষ্টাকে অনেকাংশেই ব্যাহত করছে।

আন্দোলনের সূত্র ধরে প্রতিষ্ঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করলেও পারস্পরিক আস্থার অভাবে তাদের কাজ সঠিক গতি পাচ্ছে না। ফলে দেশের চলমান রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হতে পারে।

এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন– স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই শুধু শাসকের ক্ষমতার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ নয়। বরং একটি বৃহত্তর সামাজিক আন্দোলন, যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রতিশ্রুতি থাকে।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্য গড়ে তোলা রাষ্ট্রের সুস্থতার জন্য অপরিহার্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সব পক্ষ একত্রিত হলে দেশ দ্রুত শান্তি ও উন্নয়নের পথে হাঁটবে।

গণঅভ্যুত্থানের শিক্ষাগুলো ভবিষ্যতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আন্দোলন দেখিয়েছে, ক্ষমতা শুধু সরকারি পদে বসে থাকলেই যথেষ্ট নয়; বরং জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করাও একান্ত জরুরি। এ জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মকাণ্ডে স্বচ্ছতা প্রয়োজন এবং মানুষের মৌলিক অধিকার ও মুক্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত জরুরি।

তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের রাজনৈতিক চেতনা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব না দিলে দেশে তৈরি হতে পারে রাজনৈতিক স্থবিরতা। কারণ আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে এবং তারা শুধু ঐতিহ্যের ধারক নয়, বরং পরিবর্তনের উৎস।
প্রত্যাশা বলে, নতুন প্রজন্মের নেতৃত্বে দেশ একটি নতুন রাজনৈতিক ও সামাজিক দিগন্তে প্রবেশ করবে। পুরোনো পথ নয় বরং যেখানে গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়। বরং একটি জনজাগরণের প্রতীক, যা দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে, যাতে ভবিষ্যতে দেশের মানুষ একযোগে কাজ করে স্থায়ী পরিবর্তন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজ গঠন করতে পারে।

রাজু আলীম: কবি ও সাংবাদিক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণঅভ য ত থ ন র ন র জন ত ক র জন ত ক দ র জন ত ক স র র জন ত র জন য ক ষমত

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

বুধবার (১ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছি দলটি।

আরো পড়ুন:

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, জানালেন নাসীরুদ্দীন

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ‘সর্বাত্মক প্রতিরোধ’ এর ব্যাখ্যা জানতে চাই আমরা। ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে আওয়ামী গণহত্যাকারী লীগ কর্তৃক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদেরকে নানা সময় নিজ এলাকায় প্রবেশে বাধাপ্রদান, হুমকি-ধমকি ও হামলা করা হতো। আমরা দৃঢ়ভাবে বলছি, যারা সেই একই কায়দার রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করবে, তারা জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হবে। উল্লেখ্য, ইতিপূর্বে গত রমজানেও চাঁদপুরে নিজ উপজেলায় ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকির শিকার হন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কারো রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকাতে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা কোনো রাজনৈতিক আচরণ নয়; বরং হুমকিমূলক ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। রাজনৈতিক মন্তব্যকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে; ত্রাস ও হুমকি দিয়ে নয়। ত্রাস ও হুমকি-ধমকি মূলত রাজনৈতিক পরাজয় প্রকাশ করে।

বিবৃতিতে এনসিপি আরো বলেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এমন উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আগামীর বাংলাদেশে যারাই হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খান
  • প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
  • ১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • নির্বাচিত সরকার না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি: আমীর খসরু
  • অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা
  • গ্রামীণ ব্যাংক ও রাষ্ট্র চালানো এক জিনিস না: ফরহাদ মজহার
  • জুলাই গণঅভ্যুত্থান সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপান্তর করেছে: সংস্কৃতি উপদেষ্টা