ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির ১০৭ জন কর্মীসহ আরও ৩০০ জন গণমাধ্যমকর্মী ও শিল্পী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘প্যালেস্টাইনবিরোধী বর্ণবাদ’ এবং ‘ইসরায়েলের পক্ষে প্রচার চালানো’র অভিযোগ এনেছেন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ডেডলাইন ম্যাগাজিনে প্রকাশিত একটি খোলা চিঠিতে তারা বিবিসির শীর্ষ নেতৃত্বকে অভিযুক্ত করে বলেন, ইসরায়েল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে প্রতিষ্ঠানটি ‘সেন্সরশিপ’ আরোপ করছে এবং ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর হয়ে ‘জনসংযোগ’ চালাচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিবিসি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ শীর্ষক একটি তথ্যচিত্র সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়, যা ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার অংশ। এই ক্ষেত্রে বিবিসির অধিকাংশ কাভারেজেই প্যালেস্টিনবিরোধী বর্ণবাদের ছাপ স্পষ্ট।’

বিবিসির কর্মীরা অভিযোগ করেন, ফিলিস্তিনে চলমান যুদ্ধে যুক্তরাজ্য সরকারের ভূমিকাসহ, দেশটির অস্ত্র বিক্রি ও তার আইনি প্রভাব সম্পর্কে বিবিসি গুরুত্বপূর্ণ কোনো বিশ্লেষণ তুলে ধরেনি।

চিঠিতে বলা হয়, ‘২০২৩ সালের অক্টোবর থেকে দর্শকদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে, ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে বিবিসির প্রতিবেদন নিজস্ব সম্পাদকীয় মানদণ্ড পূরণ করছে না। গাজা ও পশ্চিমতীরে যা ঘটছে, আর বিশ্বস্ত বিভিন্ন উৎসে যা প্রকাশ পাচ্ছে — সেই বাস্তবতার সঙ্গে বিবিসির কভারেজের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে।’

অভিযোগকারী কর্মীরা বলেন, ‘বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তগুলো ক্রমেই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। আমাদের বিশ্বাস করতে হচ্ছে যে এসব সিদ্ধান্ত শ্রোতাদের চাহিদা পূরণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে।’

প্রতিবাদপত্রে স্বাক্ষরকারী বিবিসির সব কর্মীই নাম প্রকাশ না করে চিঠিটি জমা দেন। তবে চিঠিতে সমর্থন জানানো গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা খালিদ আবদাল্লাহ ও মিরিয়াম মারগোলিয়েস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল প রক শ

এছাড়াও পড়ুন:

বার্সেলোনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দুটি তারিখ পেল রিয়াল

গত মৌসুমের এল ক্লাসিকোর স্মৃতি সম্ভবত আর কখনোই মনে করতে চাইবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছিল তারা। মূলত এই ম্যাচগুলোর ফলাফলই মৌসুমে রিয়ালের দুর্ভাগ্যের কারণ হয়েছিল। রিয়ালের হারা চার ম্যাচের মধ্যে ২টি ছিল শিরোপার লড়াই।

স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ম্যাচ দুটিতে বার্সার কাছে শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। এরপর লা লিগায় নিজেদের এবং বার্সার মাঠে দুই জায়গাতেই হেরেছিল রিয়াল। এই চারটি হারই রিয়ালের মৌসুমকে ব্যর্থতায় মুড়ে দিয়েছে।

তবে সেই হারের প্রতিশোধের সুযোগ আগামী মৌসুমে পাচ্ছে রিয়াল। যার মধ্যে অন্তত দুটি লড়াইয়ের দিনক্ষণও জানা গেল। লা লিগার প্রকাশিত সূচিই জানিয়েছে আগামী মৌসুমে রিয়াল-বার্সার মুখোমুখি হওয়ার দিন-তারিখ।

আরও পড়ুননতুন রাউলের গোল, শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল১২ ঘণ্টা আগে

লা লিগার আগামী মৌসুমের সূচি অনুযায়ী এ বছরের ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে রিয়াল-বার্সা। আর দ্বিতীয় লেগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ১০ মে। ক্যাম্প ন্যুতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেই ম্যাচটি খেলবে এই দুই দল।

এল ক্লাসিকোয় গত মৌসুমে ছিল শুধু বার্সা–রাজ

সম্পর্কিত নিবন্ধ