গত ২৭ জুন মারা গেছেন ভারতীয় শিল্পী শেফালি জারিওয়ালা। চলতি শতকের শুরুর দিকে ‘কাঁটা লাগা’ গান দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। তবে জানেন কি, গানটি ব্যাপক হিট হওয়ার পরেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

‘কাঁটা লাগা’ দিয়ে তুমুল খ্যাতি পাওয়ার পর শেফালিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরস ছাবড়ার ইউটিউব পডকাস্টে এ প্রসঙ্গে শেফালি বলেছিলেন, ‘“কাঁটা লাগা”র সময় ব্যাপকভাবে ট্রলিংয়ের শিকার হয়েছিলাম। তখন তো সামাজিক যোগাযোগমাধ্যমও ছিল না। সেটা ছিল সত্যিকারের ট্রলিং। খুবই ব্যক্তিগতভাবে আঘাত হানত। আমি এখন চামড়া মোটা করে ফেলেছি, কিন্তু তখন কীভাবে সহ্য করতাম?’

শেফালি জারিওয়ালা। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ