ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গায়ানাভিত্তিক সংবাদমাধ্যম কাইয়েটুর নিউজ গত সপ্তাহে জানিয়েছে, একাধিক নারী ওই খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। কিছু অভিযোগ ২০২৩ সালেরও। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

ঘটনার পর এ নিয়ে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে গ্রেনাডায় সাংবাদিকদের তিনি বলেন, ‘মিডিয়ায় কী চলছে, তা আমরা সবাই জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছের মানুষ। তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আমি নিশ্চিত হয়েছি, ওদের মানসিক অবস্থা ভালো আছে।’

স্যামি বলেন, ‘একটা বিষয় আমি জোর দিয়ে বলতে পারি—আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আমরা এমন একটা সম্প্রদায়ের অংশ, যারা মনে করে, অপরাধ করলে শাস্তি হওয়া উচিত। তবে এর জন্য একটি সঠিক প্রক্রিয়া আছে। আমরা সেই প্রক্রিয়াকে সমর্থন দিয়ে যাব। আমি একজন প্রধান কোচ হিসেবে চাই, প্রত্যেকে যেন ন্যায়বিচার পায়।’

চলছে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ