ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গায়ানাভিত্তিক সংবাদমাধ্যম কাইয়েটুর নিউজ গত সপ্তাহে জানিয়েছে, একাধিক নারী ওই খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। কিছু অভিযোগ ২০২৩ সালেরও। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

ঘটনার পর এ নিয়ে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে গ্রেনাডায় সাংবাদিকদের তিনি বলেন, ‘মিডিয়ায় কী চলছে, তা আমরা সবাই জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছের মানুষ। তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আমি নিশ্চিত হয়েছি, ওদের মানসিক অবস্থা ভালো আছে।’

স্যামি বলেন, ‘একটা বিষয় আমি জোর দিয়ে বলতে পারি—আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আমরা এমন একটা সম্প্রদায়ের অংশ, যারা মনে করে, অপরাধ করলে শাস্তি হওয়া উচিত। তবে এর জন্য একটি সঠিক প্রক্রিয়া আছে। আমরা সেই প্রক্রিয়াকে সমর্থন দিয়ে যাব। আমি একজন প্রধান কোচ হিসেবে চাই, প্রত্যেকে যেন ন্যায়বিচার পায়।’

চলছে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে মুক্তি পাবে ধূমকেতু?

টানা দশ বছর পর টলিউডের তুমুল জনপ্রিয় তারকা জুটি দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু মুক্তি পেয়েছে। দেব-শুভশ্রীর জনপ্রিয়তা বাংলাদেশের সিনেপ্রেমীদের কাছেও কম নয়। ধূমকেতুর প্রযোজক রানা সরকার চাইছেন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘‘বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।” 

রানার ওই আবেদনে ফারুকীর পক্ষে কোনো মতামত জানানো হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে রানা বলেছেন, ‘‘ফারুকীর সঙ্গে এখনও কথা হয়নি। ওদের পক্ষ থেকে ফোন পেলে নিশ্চয় জানাব।” 

আরো পড়ুন:

মিয়া খলিফার সঙ্গে তুলনা করায় ক্ষোভ ঝাড়লেন মাহি

জিৎ যেভাবে সিনেমায় এলেন

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি দিলে তবেই দেখা যাবে ‘ধূমকেতু’। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ