সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে বার্জার পেইন্টস
Published: 2nd, July 2025 GMT
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ‘জেনশন অ্যান্ড নিকোলসন প্যাকেজিং লিমিটেড (জেএনপিএল)’ নামে নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএনপিএলে ৫ কোটি ১০ লাখ টাকা বা ইক্যুইটির ৫১ শতাংশ বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। বার্জার পেইন্টসের বর্তমান সাবসিডিয়ারি কোম্পানি ‘জেনশন অ্যান্ড নিকোলসন’ ৪৯ শতাংশ বা ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।
নতুন সাবসিডিয়ারি কোম্পানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য উৎপাদন করবে।
ঢাকা/এনটি/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বস ড য় র
এছাড়াও পড়ুন:
নাইক্ষ্যংছড়িতে খালে মিলল এসএলআর রাইফেল, ম্যাগাজিন ও গুলি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের একটি খাল থেকে ১টি সেলফ লোডিং রাইফেল (এসএলআর) এবং ১৩টি গুলি উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে শূন্যরেখা এলাকায় খালের মধ্যে স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিষয়টি তাঁরা বিজিবিকে জানান। তৎক্ষণাৎ বিজিবির ঘুমধুম সীমান্তচৌকির টহল দল ঘটনাস্থলে গিয়ে ১টি এসএলআর, ম্যাগাজিনসহ ১৩টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।