নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রীনিবাসে রাতের বেলায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানের নামে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে ছাত্রীনিবাসটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবি খাদিজা হলের শিক্ষার্থীরা হল গেটে এসে অবস্থান নেয়। এ সময় ‘ছাত্রী হলে পুরুষ কেন, প্রশাসন জবাব চাই; প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জা’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে একটি তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনোপ্রকার অনুমতি ছাড়াই  হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাইনি। এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দু’জন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম, নক না করে পুরুষ স্টাফরা রুমে আসার ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত, প্রশ্ন রাখেন তিনি। 

আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চেকিংয়ের সময় ম্যামদের পাশাপাশি অফিসের ছেলে যেগুলো থাকে ওরা, ডাইনিংয়ের মামা এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে গেছে। আমি নিজে একটু পর্দা মেনে চলার চেষ্টা করি। আমি একদম অপ্রস্তুত ছিলাম, এটা কী কোনো সভ্য কাজ? 

এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড.

আবদুল কাইয়ুম মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ম্যাডামরা হলে তল্লাশি করতে যাওয়ার সময় তাদের সাথে পুরুষ স্টাফরা ছিল। কারণ হল থেকে শতাধিক ইলেকট্রিক চুলাসহ রান্নার বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। সেগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য পুরুষ স্টাফদের কল করে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, অভিযান শুরু হয়েছে বিকাল ৫টার দিকে। অভিযান শেষ হতে হতে সন্ধ্যা হয়েছে। তারপরও শিক্ষার্থীদের এ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ব প রব অবস থ

এছাড়াও পড়ুন:

মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।

এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

সম্পর্কিত নিবন্ধ