ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ নামের একটি বিশেষ প্রকল্প। ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হবে এই প্রকল্প, যার মাধ্যমে আগামী দুই বছরে ঢাকার এক হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আওতায় আনা হবে।

আরও পড়ুনঋতুপর্ণার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ৩৯ মিনিট আগে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরার পর আহমেদ ইফতিয়াক জামি বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গর্বের ও সম্মানের বিষয়। এর আগে এই কর্মসূচি ৫৭টি দেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।’

‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন প রকল প

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ