ফিফা ও অভিযাত্রিক ফাউন্ডেশন ফুটবল প্রশিক্ষণ দেবে ঢাকার এক হাজারের বেশি শিশুকে
Published: 2nd, July 2025 GMT
ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ নামের একটি বিশেষ প্রকল্প। ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হবে এই প্রকল্প, যার মাধ্যমে আগামী দুই বছরে ঢাকার এক হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আওতায় আনা হবে।
আরও পড়ুনঋতুপর্ণার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ৩৯ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরার পর আহমেদ ইফতিয়াক জামি বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গর্বের ও সম্মানের বিষয়। এর আগে এই কর্মসূচি ৫৭টি দেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।’
‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় কৃষি ব্যাংক লুটের ঘটনায় মামলা, নেই গ্রেপ্তার
কৃষি ব্যাংক খুলনার রূপসা ঘাট শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বাদী হয়ে শনিবার (১৬ আগস্ট) রাতে রূপসা থানায় মামলাটি করেন।
এদিকে, ঘটনার দুইদিন অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন নিরাপত্তা প্রহরীকে থানায় রাখা হয়েছে।
গত শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ব্যাংকের টাকা লুট করে সন্ত্রাসীরা। ওইদিন রাতে ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরীকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়। ব্যাংকের এই শাখা কার্যালয়টি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছে খুলনা-মোংলা মহাড়কের পাশে অবস্থিত। ব্যাংকে চুরির খবরে এলাকার ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
আরো পড়ুন:
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যা, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
সরকার উৎখাতের যড়যন্ত্রের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
সিসিটিভির ফুটেজ থেকে জানা গেছে, গত শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই দুই ঘণ্টার মধ্যে ব্যাংকের বিভিন্ন গেটের ছয়টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সন্ত্রাসীরা। তারা ব্যাংকের ভেতরের চারটি সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে ক্যাশ কাউন্টারে প্রবেশ করে। ভল্টের তালা ভেঙে সেখানে রক্ষিত ১৬ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ১ হাজার ৪২০ টাকা রেখে বাকি টাকা নিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজে একজন সন্ত্রাসীকে দেখা গেলেও মুখে কাপড় দিয়ে বাঁধা থাকায় তাকে চিহ্নিত করা যায়নি।
সন্ত্রাসীদের চিহ্নিত করতে ব্যাংকের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন, আবুল কাশেম ও তরিকুল ইসলাম এখনো পুলিশ হেফাজতে আছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকের প্রধান গেট খোলা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানালে রূপসা থানার ওমি মো. মাহফুজুর রহমান ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। রাতেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, খুলনা জেলা ডিবি পুলিশের টিম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতে ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরীকে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে রুবেল নামে এক ওয়ার্কশপ কর্মচারীকে আটক করে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম বলেন, “ব্যাংকের পক্ষ থেকে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার নিয়ম থাকলেও এখনো করা হয়নি। আজ রবিবার (১৭ আগস্ট) করা হতে পারে।”
জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক তিন নিরাপত্তা প্রহরীকে মামলায় আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা কারো নামে মামলা দেইনি। পুলিশ তাদের তিনজনসহ আরো একজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে পুলিশ ভালো বলতে পারবে।”
কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখার ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, “গত বৃহস্পতিবার অফিস শেষে আমরা সবাই বাড়ি চলে যাই। শুক্রবার রাত ১০টায় নিরাপত্তা প্রহরীর মাধ্যমে জানতে পারি, ব্যাংকে চুরি হয়েছে। সন্ত্রাসীরা গেটের তালা ও ভেতরের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ১ হাজার ৪২০ টাকা রেখে বাকি টাকা নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছি।”
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী বলেন, “প্রকৃত তথ্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে।”
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্ত রায় চৌধুরী বলেন, “মূল ঘটনা উদঘাটনে কাজ চলছে। দ্রুত এ ঘটনার রহস্য যাতে বের করা যায় এজন্য আমাদের টিম কাজ করছে।”
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ