সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন- ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, প্রতিনিধি খান মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক এবং টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন।

অ্যাডভোকেট ছমি উদ্দিন অভিযোগ করেন, ‘‘বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর কাছে অভিযুক্তরা চাঁদা দাবি করছিল। চাঁদা না পেয়ে গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামক একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। যার শিরোনাম ছিল ‘৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী’। এতে সুলতান আহামদ ও ইমান হোসাইনের ভুয়া সাক্ষাৎকারের ভিত্তিতে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। সংবাদে যাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে, তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অপপ্রচার চালানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

নাইক্ষ্যংছড়িতে খালে মিলল এসএলআর রাইফেল, ম্যাগাজিন ও গুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের একটি খাল থেকে ১টি সেলফ লোডিং রাইফেল (এসএলআর) এবং ১৩টি গুলি উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে শূন্যরেখা এলাকায় খালের মধ্যে স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিষয়টি তাঁরা বিজিবিকে জানান। তৎক্ষণাৎ বিজিবির ঘুমধুম সীমান্তচৌকির টহল দল ঘটনাস্থলে গিয়ে ১টি এসএলআর, ম্যাগাজিনসহ ১৩টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ