নবম পে-কমিশন এবং কর্মচারীদের রেশন-ভাতার আশ্বাস অর্থ উপদেষ্টার
Published: 2nd, July 2025 GMT
নবম পে-কমিশন গঠন এবং কর্মচারীদের রেশন-ভাতা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের তিনি এ আশ্বাস দেন।
নবম পে-কমিশন গঠন এবং কর্মচারীদের রেশন-ভাতা বাস্তবায়ন- দুই দফা দাবি নিয়ে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতারা সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় নেতারা তাদের দাবি সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে রেশন-ভাতা চালুর আবেদন করলে অর্থ উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন। এ সময় অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ জানান, অলোচনাকালে পরিষদের নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টাকে জানান, নিয়মানুযায়ী বিগত ৫ বছর পূর্বেই নতুন পে-কমিশন গঠন হওয়ার কথা। কিন্তু বিগত সরকারের আমলে চরম দুর্মূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক অনটনের বিষয়টি উপেক্ষিত ছিল এবং তাদের দূর্বিষহ জীবন-যাপনের দিকে অন্যায়ভাবে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের দুর্দশার কথা উপদেষ্টা মহোদয় আন্তরিকভাবে অনুধাবন করেন এবং কর্মচারীদের প্রস্তাবিত দাবির যৌক্তিকতা স্বীকার করেন।
অর্থ উপদেষ্টা নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, খুব স্বল্প সময়ের মধ্যেই ৯ম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে-কমিশন ঘোষণা করা হবে।
তিনি আরো জানান, সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয়কে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর যৌক্তিকতা ও সচিবালয়ের বাইরে অনেক দপ্তরের বেসামরিক কর্মচারীসহ আট লক্ষ কর্মচারীর কথা তুলে ধরেন। অর্থ উপদেষ্টা নেতৃবৃন্দের যৌক্তিক উদাহরণ শুনে জানান যে, অন্যরা পেলে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয়। বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে এ সময় আশ্বস্ত করেন।
এর আগে পরিষদের এক জরুরি সভা মো.
সভায় সরকারী কর্মচারীদের (স্ব-শাসিত, স্বায়ত্বশাসিত ও অধিনস্ত দপ্তর সংস্থার কর্মচারীসহ) জন্য নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা রেশন ভাতা বাস্তবায়নে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব জনাব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
পরিষদের সভাপতি বাদিউল কবীর জুলাই, ২০২৫ এর মধ্যে ৯ম পে-কমিশন গঠন এবং সচিবালয়ে রেশন ভাতা চালুর কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ভবিষ্যতে ঘোষিতব্য সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মো. মিজানুর রহমান শিবলু, মো. শাহাব উদ্দিন, আব্দুল কাদের, শুভ, সুমন জিমানুর রহমান, শহীদুল ইসলাম, মো. তোফাজ্জ হোসেন, মো. শাহজাহান আলী, আব্দুস সবুর, বাবুল আক্তার, বায়েজিদ হাসান, মাকছুদা আক্তার বেলী, শিল্পি আক্তার, নুরুন্নাহার, রহমত উল্লাহ বাবু, মো. শাহেব আলী, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মো. বিপুল, আরিফুর রহমান, আরিফ হুসাইন, রুহুল আমিন, মো. আরিফ, নাছিমুল আলম, সাব্বির আহম্মেদ, আব্দুল কাদের, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন নবম প গঠন র
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে