অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল ১১ দিন পর
Published: 2nd, July 2025 GMT
দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। গত ২০ জুন তাঁর মৃত্য হয়েছে। তবে মৃত্যুসংবাদটা সামনে এসেছে ১১ দিন পর গতকাল মঙ্গলবার।
এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রীর ম্যানেজার খবরটি নিশ্চিত করেছেন। সঙ্গে অভিনেত্রীকে নিয়ে একটি আবেগঘন বার্তা জুড়ে দিয়েছেন ম্যানেজার।
ম্যানেজার লিখেছেন, ‘স্নেহভাজন অনি মারা গেছেন ২০ জুন। হঠাৎ এমন খবরে অনেকেই হতবাক ও মর্মাহত হয়েছেন। তিনি যেন শান্তিতে থাকেন, তাঁর জন্য প্রার্থনা করার অনুরোধ রইল।’
লি সিও-ইয়ের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। ফলে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর আগপর্যন্ত ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন এই তারকা। তাঁর হুট করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ভক্তরা। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
সহকর্মী ও শিল্পী বন্ধুরা তাঁর স্মৃতিতে আবেগময় বার্তা দিয়ে শেষশ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুনকোরীয় গায়কের মরদেহ উদ্ধার১১ মার্চ ২০২৫১৯৮২ সালে জন্ম নেওয়া লি সিও-ই ২০১৩ সালে এমবিসির ‘হুর জুন: দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর ‘দ্য কিং’ ও ‘কিলিং রোমান্স’-এর মতো সিনেমায়ও অভিনয় করেন তিনি।
সর্বশেষ লি সিও-ইকে দেখা গেছে টিভিএনের ড্রামা ‘দ্য ডিভোর্স ইনস্যুরেন্স’-এ, ড্রামাটি গত মে মাসে সম্প্রচার শেষ করেছে।
সূত্র: কোরিয়া টাইমস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।