সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব তরুণ নানা উদ্যোগের মাধ্যমে বা নিজ কর্মগুণে সফল হয়েছেন, তাঁদের স্বীকৃতি দিতে শুরু হতে যাচ্ছে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ আয়োজন। স্বপ্নজয়ী এসব সফল মানুষকে আরও উৎসাহ দিতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে দেশের সেরা ১০ জনকে এ আয়োজনের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে স্টারশিপ ইন্সপায়ারিং টেন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। এ আয়োজনের উদ্যোগ নিয়েছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ডটকম।

আয়োজনের জুরি বোর্ডের প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, এই ধরনের আয়োজন যেন উদ্দেশ্যপূর্ণ হয়। সমাজের ভালো মানুষগুলো যেন স্বচ্ছতার মধ্য দিয়ে উঠে আসতে পারে এবং অন্যরা অনুপ্রাণিত হয়।

প্রথম আলো সব সময় শিশু, কিশোর, তরুণ ও নারীদের প্রাধান্য দিয়ে কাজ করে জানিয়ে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান বলেন, এ ধরনের আয়োজনগুলো মানুষকে অনুপ্রাণিত করে। পাশাপাশি এ আয়োজনগুলো দীর্ঘ সময় করতে পারলে সমাজে এর প্রভাব বোঝা যাবে।

দেশকে এগিয়ে নিতে তরুণ বয়সেই স্বীকৃতি প্রয়োজন জানিয়ে স্মাইল ফুড প্রোডাক্টসের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান শোয়েব বলেন, এ দেশের বড় পুরস্কারগুলো মানুষ পান শেষ বয়সে বা মারা যাওয়ার পর। এই ধারা বদলানো প্রয়োজন। সে চিন্তা থেকে তাঁদের এ উদ্যোগ। এতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তরুণেরা নিজেরা যেমন উৎসাহী হবেন, তেমনি অন্যদেরও অনুপ্রাণিত করবেন।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে স্টারশিপ ইন্সপায়ারিং টেন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন প র ণ ত প রথম আল

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ