সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব তরুণ নানা উদ্যোগের মাধ্যমে বা নিজ কর্মগুণে সফল হয়েছেন, তাঁদের স্বীকৃতি দিতে শুরু হতে যাচ্ছে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’ আয়োজন। স্বপ্নজয়ী এসব সফল মানুষকে আরও উৎসাহ দিতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে দেশের সেরা ১০ জনকে এ আয়োজনের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে স্টারশিপ ইন্সপায়ারিং টেন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। এ আয়োজনের উদ্যোগ নিয়েছে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ডটকম।

আয়োজনের জুরি বোর্ডের প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, এই ধরনের আয়োজন যেন উদ্দেশ্যপূর্ণ হয়। সমাজের ভালো মানুষগুলো যেন স্বচ্ছতার মধ্য দিয়ে উঠে আসতে পারে এবং অন্যরা অনুপ্রাণিত হয়।

প্রথম আলো সব সময় শিশু, কিশোর, তরুণ ও নারীদের প্রাধান্য দিয়ে কাজ করে জানিয়ে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান বলেন, এ ধরনের আয়োজনগুলো মানুষকে অনুপ্রাণিত করে। পাশাপাশি এ আয়োজনগুলো দীর্ঘ সময় করতে পারলে সমাজে এর প্রভাব বোঝা যাবে।

দেশকে এগিয়ে নিতে তরুণ বয়সেই স্বীকৃতি প্রয়োজন জানিয়ে স্মাইল ফুড প্রোডাক্টসের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান শোয়েব বলেন, এ দেশের বড় পুরস্কারগুলো মানুষ পান শেষ বয়সে বা মারা যাওয়ার পর। এই ধারা বদলানো প্রয়োজন। সে চিন্তা থেকে তাঁদের এ উদ্যোগ। এতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তরুণেরা নিজেরা যেমন উৎসাহী হবেন, তেমনি অন্যদেরও অনুপ্রাণিত করবেন।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে স্টারশিপ ইন্সপায়ারিং টেন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন প র ণ ত প রথম আল

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ