দেশের অর্ধেকের বেশি বিমাপ্রতিষ্ঠান এখন ঝুঁকিতে আছে: আইডিআরএ
Published: 2nd, July 2025 GMT
দেশের মোট ৮২টি বিমাপ্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকের বেশি আছে ঝুঁকিতে। জীবনবিমা ও সাধারণ বিমা মিলিয়ে ৩২টি প্রতিষ্ঠান আছে উচ্চপর্যায়ের ঝুঁকিতে। আর ১৫টি জীবনবিমা প্রতিষ্ঠান রয়েছে মধ্যম পর্যায়ের ঝুঁকিতে।
ঢাকার দিলকুশায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আয়োজনে আজ বুধবার সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আসলাম আলম। সংস্থার চার সদস্য মো.
সংবাদ সম্মেলনে আসলাম আলম জানান, জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে সংস্কার। আন্দোলনের বার্ষিকী উদ্যাপনের সময় চলে এসেছে। এ সময়ের মধ্যে সংস্কারের জন্য কতটুকু, কী করল আইডিআরএ, তা জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে আসলাম আলম বলেন, সংকটের মধ্যে আছে দেশের বিমা খাত। ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকা বিমা দাবি পরিশোধের অপেক্ষায় রয়েছে। পলিসির দাবি পরিশোধ বাকি আছে জীবনবিমা কোম্পানিতে ৪৫ শতাংশ এবং সাধারণ বিমা কোম্পানিতে ৪৬ শতাংশ।
বিমা খাতের অন্যতম সমস্যার মধ্যে বিমা দাবির টাকা পরিশোধ না করাকে চিহ্নিত করেন আসলাম আলম। তিনি বলেন, সময়মতো বিমা দাবি পরিশোধ না করায় এ খাতের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে। স্বচ্ছতা, জবাবদিহি ছাড়া আস্থা বাড়বে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে জীবনবিমা প্রতিষ্ঠান রয়েছে মোট ৩৬টি। আর সাধারণ বিমাপ্রতিষ্ঠান রয়েছে ৪৬টি। জীবনবিমা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি উচ্চ ঝুঁকিতে ও ১৫টি মধ্যম ঝুঁকিতে থাকলেও স্থিতিশীল পর্যায়ে রয়েছে বাকি ৬টি। তবে মধ্যম ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোর সমস্যা নিরসনযোগ্য। এদিকে ১৭টি সাধারণ বিমাপ্রতিষ্ঠান আছে উচ্চ ঝুঁকিতে। কোম্পানিগুলোর ব্যবসা, সম্পদসহ সার্বিক বিষয় পর্যালোচনা এবং আইডিআরএর অভ্যন্তরীণ কিছু মাপকাঠির মাধ্যমে ঝুঁকিতে থাকা কোম্পানির তথ্য বের করা হয়েছে। ঝুঁকির কথা বলা হলেও সংবাদ সম্মেলনে কোনো প্রতিষ্ঠানের নাম বলা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিমা খাতে ১৪ বছরে ৫৪ লাখ গ্রাহক কমেছে। বর্তমানে চালু থাকা পলিসি ৭১ লাখ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিমা খাতের অবদান কমছে বছর বছর। ২০১০ সালে জিডিপিতে বিমা খাতের অবদান ছিল শূন্য দশমিক ৯৪ শতাংশ। অথচ ২০২৩ সালে তা কমে দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সালে তা আরও কমেছে।
আইডিআরএতে ১৬০ জন অনুমোদিত জনবলের বিপরীতে মাত্র ১০৭ জন কর্মরত রয়েছেন জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালে ২৪ হাজার ৮৫২টি অভিযোগ পেয়েছে আইডিআরএ। জনবলসংকটের কারণে এগুলো তদারক করা যাচ্ছে না। সংস্থাটিকে শক্তিশালী করার জন্য ৫৩৫ জনবলের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের থাকবেন ৪১ জন।
বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন আইন ও বিধি করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংস্কার আনা হচ্ছে তিন খাতে—প্রাতিষ্ঠানিক, আইনগত ও ডিজিটাল। বলা হয়, দুটি নতুন অধ্যাদেশ করা হচ্ছে। দুটি করা হচ্ছে সংশোধন। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আদলে করা হচ্ছে বিমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ। এতে বিমাপ্রতিষ্ঠান একীভূত করা সহজ হবে। বিদ্যমান বিমা আইন এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনও সংশোধন করা হচ্ছে। বিমা আইনের ১৬০টি ধারা আছে। ২৩টি নতুন ধারার প্রস্তাব করা হয়েছে। আর সংশোধন করা হবে ৫৬টি ধারা।
বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন মাশুল প্রতি হাজারে ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে আইডিআরএ। তবে এ হার ২০১২ সালে ৩ দশমিক ৫ টাকা থাকলেও ২০১৮ সালে তা কমিয়ে ১ টাকায় নামিয়ে আনা হয়েছিল।
এক প্রশ্নের জবাবে আসলাম আলম বলেন, ‘২০১৮ সালে আইন সংশোধন করে গাড়ির বিমা ঐচ্ছিক করা হয়েছিল। এ কারণে কেউ বিমা করছেন না, তবে এ বিমা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা চলমান। সড়ক পরিবহন আইন সংশোধন করে মোটরযানের যে বিমা আছে, তার বিপরীতে জরিমানা অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং দেন-দরবার করছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আসল ম আলম আইড আরএ প রস ত ব জ বনব ম পর শ ধ
এছাড়াও পড়ুন:
মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগেসার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।
আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫