রাঙামটিতে বিদ্যালয়ে হাতির তাণ্ডব, বন্ধ শ্রেণি কার্যক্রম
Published: 17th, August 2025 GMT
রাঙামাটি সদর উপজেলাল জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যহাতিরা তাণ্ডব চালিয়েছে। এতে স্কুলের ফটক, বেঞ্চ ও ব্লাকবোর্ড নষ্ট হয়ে গেছে। তবে কোনো ধরনের প্রাণহানি ঘটেনি।
আবারো হাতি আক্রমণ করতে পারে এই ভয়ে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। এ ঘটনায় এলাকাবাসীর মনেও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত
কক্সবাজারে বন্যহাতির অস্তিত্ব সংকট, করিডোর হারিয়ে বিলুপ্তির শঙ্কা
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.
জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, “৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দিবাগত রাতে বন্য হাতির পাল স্কুলের তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে স্কলের ফটক, বেঞ্চ, ব্লাকবোর্ড নষ্ট করে দিয়েছে। তবে রাতে হাতির তাণ্ডবে কোনো ধরনের প্রাণহানি ঘটনা ঘটেনি।”
তিনি বলেন, “স্কুলের ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের নিজেদের বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছে। বন্য হাতিরা দূরত্বে চলে গেলে আবারো বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে।”
ঢাকা/শংকর/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল এফএ কাপ চ্যাম্পিয়নরা
চেলসি ০ : ০ ক্রিস্টাল প্যালেস
দুই দলের নামের আগেই ‘চ্যাম্পিয়ন’ শব্দটা ব্যবহার করা যায়। চেলসি ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর ক্রিস্টাল প্যালেস চ্যাম্পিয়ন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের।
আজ রোববার প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই। আক্রমণ, প্রতি-আক্রমণে জমে ওঠা ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে এদিন স্বগাতিকদেরই দাপট ছিল বেশি। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। কিন্তু ৭২ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি চেলসি। অন্য দিকে ২৮ শতাংশ বলের দখল রাখা প্যালেসও ১২টি শট নিয়ে পায়নি গোলের দেখা। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
আরও পড়ুন৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের১৫ আগস্ট ২০২৫আজ আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। বল দখলে চেলসি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়েছে প্যালেস। এমনকি ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্যালেসকে এগিয়েও দেন এজে। কিন্তু একটু পরই ভিএআর যাচাইয়ের পর বিতর্কিতভাবে বাতিল হয়ে যায় সে গোল।
চেলসির ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও