সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
Published: 17th, August 2025 GMT
ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সোনাগাজী থানায় মামলাটি করা হয়। এরপর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন রাকিবুল ইসলাম ওরফে সোহাগ (২৬) ও মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল (২২)। তাঁরা দুজন ভাই। এর মধ্যে রাকিবুল ইসলাম মামলাটির এজাহারভুক্ত আসামি। তাঁর ছোট ভাই মনোয়ারুলকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে ওই গৃহবধূ অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ৮ আগস্ট রাতে। রাকিবুলসহ দুই ব্যক্তি কৌশলে তাঁর ঘরে ঢুকে পড়েন। এরপর তাঁর হাত-পা-মুখ বেঁধে ঘর থেকে সোনার এক জোড়া দুল, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, তিন হাজার টাকা লুট করেন। তাঁকে মারধরও করা হয়। একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন রাকিবুল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন আজ সকালে প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলার পর এজাহারভুক্ত আসামি ও তাঁর ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চোটের কারণে টানা দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন এই মহাতারকাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তিনি। আর সেটাই তার দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রদ্রিগো দি পলসহ সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন মেসি। পুরো মাঠজুড়ে সাবলীল দৌড় আর বলের নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছে, খুব বেশি দেরি নেই তার প্রত্যাবর্তনের।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ রোববার (১৭ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে, চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। এরপর দলটির সামনে ব্যস্ত সূচি। ২১ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএএনএলের মুখোমুখি হবে তারা। আর ২৪ আগস্ট এমএলএসে খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। টাইগার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখেই মেসি শতভাগ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরো পড়ুন:
নেই মেসি, হারল মায়ামি
ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩ আগস্ট, নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে। শুরুতেই দুর্দান্ত এক আক্রমণে যাওয়া সত্ত্বেও প্রতিপক্ষের ট্যাকলে চোট পান তিনি এবং মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয়। এরপর পুমাস উনাম ও অরলান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি। মেসিকে ছাড়া ওই দুই ম্যাচে মায়ামি একটিতে জয় ও একটিতে হেরেছে।
বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছয় নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫১। আর মাঝের দলগুলোর ব্যবধানও খুব বেশি নয়। তাই আসন্ন ম্যাচগুলোতে মেসির প্রত্যাবর্তন দলকে পয়েন্ট তালিকায় আরও ওপরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকা/আমিনুল