ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি বাস (মিনিবাস) সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল নামক স্থানে যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে।

এতে কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন:

ছেলের খাবার পৌঁছে দিতে গিয়ে লাশ হলেন বাবা

আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ইসমাইল

জানা যায়, শিক্ষকবাহী বাসটি এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড.

আব্দুর রউফ বলেন, “দূর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও চালক নজরুল ইসলামও রয়েছেন।”

তিনি বলেন, “তাদের প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত দ র ঘটন

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা-রহনপুর স্টেশনের মেইন রেললাইন ব্লক হয়ে গেছে।

আটকা পড়েছে রাজশাহীগামী একটি কমিউটার ও ঈশ্বরদীগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জুনায়েদ আল মামুন বলেন, ‘‘তেলবাহী ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। এতে মোট ৩০টি ওয়াগন ছিল, এর মধ্যে পাঁচটি লাইনচ্যুত হয়েছে।’’

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ 

৬ ঘণ্টা পর রেলপথ ছাড়লেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিনি আরো বলেন, ‘‘ট্রেনটি আমনুরা স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে আমনুরা-রহনপুর স্টেশনের মেইন রেললাইন ব্লক হয়ে দুটি ট্রেন আটকা পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।’’

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হোসেন বলেন, ‘‘মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেললাইন স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ