ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্ঠা
Published: 17th, August 2025 GMT
ফেসবুকে মৃত্যুবাণী শিরোনামে স্ট্যাটাস দিয়ে তারেক আলাভী নামের এক শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিয়ে আত্মহত্যার চেষ্ঠা করলে ফেসবুক স্ট্যাটাস দেখে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরো পড়ুন:
চবিতে ছাত্রশিবিরের নবীনবরণ, অংশ নেন আড়াই হাজার শিক্ষার্থী
চবিতে শিবিরকে নিয়ে ছাত্রদলের মিথ্যাচারের অভিযোগ
চবি চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত সিনিয়র মেডিকেল অফিসার ডা.
মানষিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার চেষ্ঠা করেছেন বলে তার বন্ধুরা ধারণা করছেন।
ঢাকা/রেজাউল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন তওবা করে ইসলামী আন্দোলনে যোগ দিলেন রুস্তম আলী ফরাজি
তিন তওবা করে ইসলামী আন্দোলনে যোগ দিলেন পিরোজপুর ৩ আসনের (মঠবাড়িয়া) সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি।
শনিবার তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর ৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়।
ডা. রুস্তম আলী ফরাজী মঠবাড়িয়া থেকে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), মহাজোট থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজয় বরণ করেন।
রুস্তুম আলী ফরাজি অনুসারীদের নিয়ে গত শনিবার দুপুরে চরমোনাই পীরের দরবারে যান। এ সময় তিনি ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনে যোগ দেন। ওই অনুষ্ঠানে চরমোনাই পীর তাকে পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, এর আগে ডা. রুস্তম ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ফের ইসলামী আন্দোলনের সঙ্গে তিনি যোগাযোগ করেন।
এসাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘‘রুস্তম আলী ফরাজী আর দল বদল না করার জন্য তিন তওবা পড়েছেন। এই তওবায় তাকে ক্ষমা করা যায়। তাই তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’’
এ প্রসঙ্গে রুস্তম আলী বলেন, ‘‘নতুন যোগদান নয়। পুরোনো সদস্যপদ নবায়ন করেছি। ২০১৪ সালের নির্বাচনের আগে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলাম। সে বছর ইসলামী আন্দোলন নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী হই। এ কারণে সদস্যপদ স্থগিত হয়েছিল।’’
জাপায় যোগ দেওয়ার পরও সদস্যপদ ছিল কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তারা (ইসলামী আন্দোলন) রেখেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দল বদল করছেন।’’
উল্লেখ্য, ডা. রুস্তম প্রথম সংসদ সদস্য হন ১৯৯৬ সালে জাপার প্রার্থী হয়ে। ১৯৯৮ সালে জাপার ভাঙনে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিতে যান। পরে বিএনপিতে যোগ দিয়ে ২০১১ সালে সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন আওয়ামী লীগের এমপিকে পরাজিত করেন। এ সময় তিনি পুনরায় জাপায় যোগ দেন। ২০১৮ সালে জাপার প্রার্থী হিসেবে মহাজোটের সমর্থনে তিনি সংসদ সদস্য হন। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়াসহ বিভিন্ন অভিযোগে জাপার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এর জেরে গত বছর ৭ জানুয়ারির নির্বাচনে জাপা তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।
ঢাকা/তাওহিদুল/