প্রথম বল ডট, দ্বিতীয় বলও ডট। প্রথম রানের দেখা পেলেন তৃতীয় বলে।
শনিবার দ্য হান্ড্রেডে জর্ডান কক্সের ব্যাটিংয়ের শুরুটা ছিল এমনই। তবে ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওই ধীর শুরু ছিল আসলে বড় ঝড়ের প্রস্তুতির। ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা কক্স প্রথম ৮ বলে ৮ রান করার পরই তুললেন সেই ঝড়। পরের ২১ বলের ১০টিতেই মারলেন ছক্কা, দুটি চারও।

সব মিলিয়ে ২৯ বলের ইনিংসে ১০ ছয় আর তিন চারে ৮৬ রান করে অপরাজিত। স্ট্রাইক রেট ২৯৬.

৫৫!

দ্য হান্ড্রেডে কক্সের এই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলস। ১০০ বলের এই খেলায় ইনভিনসিবলস তুলেছে ৪ উইকেটে ২২৬ রান, যা হান্ড্রেড ক্রিকেটে দলগত সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের ৫ উইকেটে ২০৮ রান।

ম্যাচসেরা হয়েছেন কক্স।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ