বিয়ের দুই সপ্তাহ পর গাড়ি দূর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
Published: 3rd, July 2025 GMT
লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা স্পেনে গাড়ি দূর্ঘটনায় মারা গেছেন, জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম। ২৮ বছর বয়সী এ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে।
দুই সপ্তাহ আগে পোর্তোয় দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেন জোতা।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ আর সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন খান।
রোববার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সাঈদুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজাদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ মো. নুরুল বাশির তামান্না, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন শিহাব ও খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ তৌফিক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামীমা পারভীন শিল্পী আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম নামের সংগঠনটি এই বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস (ক্যাডার) কর্মকর্তা হওয়া শিক্ষার্থীদের সংগঠন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তসম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা প্রদান, অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বৃত্তি প্রদানসহ নানা কাজ করে এই সংগঠন। ফোরামটি গঠন করা হয় ২০১৯ সালে।