দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে স্নেহাংশু সরকার ও সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হক ফরাজী।

এর আগে গতকাল বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন।

ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার ৭৫৮ ভোটে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ পেয়েছেন ৪০২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মজিবুর রহমান ৪৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ পেয়েছেন ৪২০ ভোট।

এই নির্বাচনে জেলা-উপজেলার ১৪টি ইউনিটের ১ হাজার ৫১১ কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন ভোট প্রদান করেন। দীর্ঘ ২৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রথম অধিবেশন এবং বেলা তিনটার দিকে দ্বিতীয় অধিবেশন শেষ হলে সন্ধ্যা ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১১টার পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে।

জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ আর সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন খান।

রোববার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সাঈদুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজাদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ মো. নুরুল বাশির তামান্না, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন শিহাব ও খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ তৌফিক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামীমা পারভীন শিল্পী আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম নামের সংগঠনটি এই বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস (ক্যাডার) কর্মকর্তা হওয়া শিক্ষার্থীদের সংগঠন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তসম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা প্রদান, অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বৃত্তি প্রদানসহ নানা কাজ করে এই সংগঠন। ফোরামটি গঠন করা হয় ২০১৯ সালে।

সম্পর্কিত নিবন্ধ