বিটিএস, টেলর সুইফটকে পেছনে ফেললেন যে ভারতীয় শিল্পী
Published: 3rd, July 2025 GMT
সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীসংখ্যার বিচারে টেলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ ও দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। ১ জুলাই পর্যন্ত তাঁর অনুসারীসংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়নে। ১৪টি গ্র্যামি জেতা সুইফট রয়েছেন দ্বিতীয় স্থানে, যাঁর অনুসারীর সংখ্যা ১৩৯ মিলিয়ন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
স্পটিফাইয়ের এই তালিকায় এটি অরিজিতের তৃতীয়বার শীর্ষে ওঠা। ২০২৪ সালে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’-এর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি। চলতি বছর ‘সাইয়ারা’ ছবির ‘ধুন’ এবং ‘ছাবা’ ছবির ‘জানে তু’ গানও স্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।
অরিজিৎ সিং। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিটিএস, টেলর সুইফটকে পেছনে ফেললেন যে ভারতীয় শিল্পী
সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীসংখ্যার বিচারে টেলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ ও দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। ১ জুলাই পর্যন্ত তাঁর অনুসারীসংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়নে। ১৪টি গ্র্যামি জেতা সুইফট রয়েছেন দ্বিতীয় স্থানে, যাঁর অনুসারীর সংখ্যা ১৩৯ মিলিয়ন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
স্পটিফাইয়ের এই তালিকায় এটি অরিজিতের তৃতীয়বার শীর্ষে ওঠা। ২০২৪ সালে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’-এর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি। চলতি বছর ‘সাইয়ারা’ ছবির ‘ধুন’ এবং ‘ছাবা’ ছবির ‘জানে তু’ গানও স্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।
অরিজিৎ সিং। এএফপি