মাইকেল জ্যাকসনের গান গাইছে না বিটিএস
Published: 6th, August 2025 GMT
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত একটি গান গাইছে কে পপ গ্রুপ বিটিএস, এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইব জানিয়েছে, মাইকেল জ্যাকসনের কোনো গান করছে না গ্রুপটি।
গত রোববার আইরিশ সান এক প্রতিবেদনে দাবি করছে, আয়ারল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গানটি রেকর্ড করেছেন বিটিএসের সদস্যরা। খবরটি প্রকাশ্যে আসার পর আলোচনার ঝড় ওঠে। তবে হাইব বলছে, বিষয়টি সত্যি নয়। স্টুডিওতে বিটিএসের সদস্যরা যাননি, গানও রেকর্ড করেননি। যাঁরা ভুয়া তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাইব।
মাইকেল জ্যাকসন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ট এস
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন