নোয়াখালীর কৃষ্টি-সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যকার অরণ্য আনোয়ার। ‘নুরুল হুদা’ সিরিজের এই নির্মাতা দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন।
নাটকটিতে জুটি বেঁধেছেন তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এর আগে রেজা ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। বর্তমানে বাংলা টিভির সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করছেন।
রেজা বলেন, “অভিনয়ের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। অরণ্য আনোয়ারের মতো গুণী নির্মাতার ধারাবাহিকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমার সহশিল্পী অর্পাও ভালো করছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।”
আরো পড়ুন:
‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন
দেশে ফিরলেন অপূর্ব!
সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ পর্যটকের
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোসলে নেমে নিখোঁজ হন এক পর্যটক। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ ওই পর্যটকের নাম সোহান আল মাফি (২৭)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত তিনি। তাঁর পরিবার ঢাকার মিরপুরে থাকে।
লিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে সোহান আল মাফি তলিয়ে যান। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর থেকে তাঁরা উদ্ধারকাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ সোহান আল মাফির সন্ধানে চট্টগ্রাম থেকে আজ সকালে ডুবুরি দল এসেছে। তারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।