নোয়াখালীর কৃষ্টি-সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যকার অরণ্য আনোয়ার। ‘নুরুল হুদা’ সিরিজের এই নির্মাতা দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন।
নাটকটিতে জুটি বেঁধেছেন তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এর আগে রেজা ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। বর্তমানে বাংলা টিভির সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করছেন।
রেজা বলেন, “অভিনয়ের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। অরণ্য আনোয়ারের মতো গুণী নির্মাতার ধারাবাহিকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমার সহশিল্পী অর্পাও ভালো করছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।”
আরো পড়ুন:
‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন
দেশে ফিরলেন অপূর্ব!
সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।