আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তার আগে আজ আয়োজকেরা বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন। মোট ছয়টি বিভাগে মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া…, মৌসুমজুড়ে আলোচনায় থাকা সবাই আছেন তালিকায়।

ব্যালন ডি’অর—পুরুষ

• উসমান দেম্বেলে - পিএসজি (ফ্রান্স)
• জিয়ানলুইজি দোন্নারুমা - পিএসজি (ইতালি)
• জুড বেলিংহাম - রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)
• দেজিরে দুয়ে - পিএসজি (ফ্রান্স)
• ডেনজেল ডামফ্রিস - ইন্টার মিলান (নেদারল্যান্ডস)
• সেরহু গিরাসি - বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)
• আর্লিং হলান্ড - ম্যানচেস্টার সিটি (নরওয়ে)
• ভিক্টর ইয়োকেরেস - আর্সেনাল (সুইডেন)
• আশরাফ হাকিমি - পিএসজি (মরক্কো)
• হ্যারি কেইন - বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)
• খিচা কাভারেস্কাইয়া - পিএসজি (জর্জিয়া)
• রবার্ট লেভানডফস্কি - বার্সেলোনা (পোল্যান্ড)
• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার - লিভারপুল (আর্জেন্টিনা)
• লাওতারো মার্তিনেজ - ইন্টার মিলান (আর্জেন্টিনা)
• স্কট ম্যাকটমিনে - নাপোলি (স্কটল্যান্ড)
• কিলিয়ান এমবাপ্পে - রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)
• নুনো মেন্দেস - পিএসজি (পর্তুগাল)
• জোয়াও নেভেস - পিএসজি (পর্তুগাল)
• পেদ্রি - বার্সেলোনা (স্পেন)
• কোল পালমার - চেলসি (ইংল্যান্ড)
• মাইকেল ওলিসে - বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)
• রাফিনিয়া - বার্সেলোনা (ব্রাজিল)
• ডেকলান রাইস - আর্সেনাল (ইংল্যান্ড)
• ফাবিয়ান রুইজ - পিএসজি (স্পেন)
• ভার্জিল ফন ডাইক - লিভারপুল (নেদারল্যান্ডস)
• ভিনিসিয়ুস জুনিয়র - রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)
• মোহাম্মদ সালাহ - লিভারপুল (মিসর)
• ফ্লোরিয়ান ভির্টজ - লিভারপুল (জার্মানি)
• ভিতিনিয়া - পিএসজি (পর্তুগাল)
• লামিনে ইয়ামাল - বার্সেলোনা (স্পেন)

নারী ব্যালন ডি’অর

• লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড)
• বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া)
• আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন)
• স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স)
• মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন)
• ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি)
• সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি)
• স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া)
• মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি)
• টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই)
• এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র)
• ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)
• এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন)
• ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে)
• পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন)
• আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল)
• হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড)
• পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক)
• লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র)
• ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড)
• মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল)
• ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে)
• এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড)
• ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স)
• আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড)
• ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন)
• আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন)
• ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন)
• ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড)
• লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় র ন ম উন খ আর স ন ল প এসজ

এছাড়াও পড়ুন:

টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।

এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।

সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।

আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫

এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।

এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।

হলান্ডদের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপ নিশ্চিত হলো ৩২ দেশের, রইল বাকি ১৬
  • ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে
  • টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৫)