দেখে নিনি কারা আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়
Published: 7th, August 2025 GMT
আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তার আগে আজ আয়োজকেরা বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন। মোট ছয়টি বিভাগে মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া…, মৌসুমজুড়ে আলোচনায় থাকা সবাই আছেন তালিকায়।
• উসমান দেম্বেলে - পিএসজি (ফ্রান্স)
• জিয়ানলুইজি দোন্নারুমা - পিএসজি (ইতালি)
• জুড বেলিংহাম - রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)
• দেজিরে দুয়ে - পিএসজি (ফ্রান্স)
• ডেনজেল ডামফ্রিস - ইন্টার মিলান (নেদারল্যান্ডস)
• সেরহু গিরাসি - বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)
• আর্লিং হলান্ড - ম্যানচেস্টার সিটি (নরওয়ে)
• ভিক্টর ইয়োকেরেস - আর্সেনাল (সুইডেন)
• আশরাফ হাকিমি - পিএসজি (মরক্কো)
• হ্যারি কেইন - বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)
• খিচা কাভারেস্কাইয়া - পিএসজি (জর্জিয়া)
• রবার্ট লেভানডফস্কি - বার্সেলোনা (পোল্যান্ড)
• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার - লিভারপুল (আর্জেন্টিনা)
• লাওতারো মার্তিনেজ - ইন্টার মিলান (আর্জেন্টিনা)
• স্কট ম্যাকটমিনে - নাপোলি (স্কটল্যান্ড)
• কিলিয়ান এমবাপ্পে - রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)
• নুনো মেন্দেস - পিএসজি (পর্তুগাল)
• জোয়াও নেভেস - পিএসজি (পর্তুগাল)
• পেদ্রি - বার্সেলোনা (স্পেন)
• কোল পালমার - চেলসি (ইংল্যান্ড)
• মাইকেল ওলিসে - বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)
• রাফিনিয়া - বার্সেলোনা (ব্রাজিল)
• ডেকলান রাইস - আর্সেনাল (ইংল্যান্ড)
• ফাবিয়ান রুইজ - পিএসজি (স্পেন)
• ভার্জিল ফন ডাইক - লিভারপুল (নেদারল্যান্ডস)
• ভিনিসিয়ুস জুনিয়র - রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)
• মোহাম্মদ সালাহ - লিভারপুল (মিসর)
• ফ্লোরিয়ান ভির্টজ - লিভারপুল (জার্মানি)
• ভিতিনিয়া - পিএসজি (পর্তুগাল)
• লামিনে ইয়ামাল - বার্সেলোনা (স্পেন)
• লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড)
• বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া)
• আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন)
• স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স)
• মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন)
• ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি)
• সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি)
• স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া)
• মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি)
• টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই)
• এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র)
• ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)
• এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন)
• ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে)
• পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন)
• আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল)
• হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড)
• পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক)
• লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র)
• ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড)
• মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল)
• ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে)
• এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড)
• ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স)
• আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড)
• ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন)
• আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন)
• ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন)
• ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড)
• লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য় র ন ম উন খ আর স ন ল প এসজ
এছাড়াও পড়ুন:
ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু
ম্যাচসেরার অদ্ভুত সব পুরস্কার দিয়ে এর আগে আলোচনায় এসেছিল নরওয়ের শীর্ষ লিগের দল ব্রাইন। চার ট্রে–ভর্তি ডিম, কয়েক কার্টন দুধ কিংবা ভেড়ার বাচ্চা ম্যাচসেরার পুরস্কার হিসেবে দিয়েছে তারা গত এপ্রিলেও। এবার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগেও এমন অদ্ভুত কাণ্ড দেখা গেল।
গত রোববার নরশেল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে জেতে সোনারইয়ুস্কা ক্লাব। এ ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোলটি ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাসের। গোটা ম্যাচেই ভালো খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু!
ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি। ২৬ বছর বয়সী সউলাস গতকাল নিজেই এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।
আরও পড়ুনপোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কিংবদন্তি অধিনায়ক কস্তা আর নেই৭ ঘণ্টা আগেতবে এত আলু তো আর একা খাওয়া সম্ভব নয়। সউলাস বলেছেন, ‘আমি আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু আবার চলে গেছে একটি “সুপ কিচেনে” (যেখানে গরিবদের খাবার সরবরাহ করা হয়)।’
সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র্যাভন এ নিয়ে বলেছেন, ‘পুরস্কার কী হবে, সেটা ঠিক করে ম্যাচের স্পনসর। সে (সউলাস) এতে মজা পেয়েছে এবং ঘটনাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’
স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন না। নরওয়ের ক্লাব ব্রাইন এফকের কথাই ধরুন, গত মার্চে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল এই ক্লাব।নেদারল্যান্ডসের জং পিএসভি ছেড়ে ২০২০ সালে ডেনমার্কের ক্লাব আমাগেরে যোগ দেন সউলাস। এক বছর পর তিনি ঠিকানা পাল্টে সোনারইয়ুস্কায় যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আয়োজকেরা খেলায় নিজেদের স্বকীয়তা যোগ করতে কখনো কখনো এমন অপ্রত্যাশিত পুরস্কার দেন, সেটা যে দামি হতেই হবে, তা নয়।
আরও পড়ুননেইমারের ‘কামব্যাক’ জোড়া গোলে: ব্রাজিল দলে ফিরবেন কবে০৫ আগস্ট ২০২৫তবে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন না। নরওয়ের ক্লাব ব্রাইন এফকের কথাই ধরুন, গত মার্চে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল এই ক্লাব। এরপর এপ্রিলে একই পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ভেড়ার বাচ্চা।
ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের শৈশবের এই ক্লাবের এমন ব্যতিক্রমী পুরস্কার দেওয়ার কারণও আছে। সেরা খেলোয়াড়কে তারা এমন পুরস্কার দিতে চেয়েছে, যেন সেই খেলোয়াড় তা বাকি জীবন মনে রাখেন। বিশ্ব ফুটবলে আলাদা পরিচয় গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে এমন ব্যতিক্রমী পুরস্কার দিয়েছে তারা। এর পাশাপাশি ব্রাইনের বেশির ভাগ বাসিন্দা যেহেতু কৃষিকাজের সঙ্গে জড়িত, তাই নিজেদের শিকড়ের প্রতি সম্মান দেখাতে ম্যাচসেরার পুরস্কার হিসেবে কৃষিজাত পণ্য দিয়েছে ক্লাবটি। ডেনমার্কের প্রথম বিভাগ লিগও সম্ভবত সে পথে হাঁটছে।