দেখে নিনি কারা আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়
Published: 7th, August 2025 GMT
আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তার আগে আজ আয়োজকেরা বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন। মোট ছয়টি বিভাগে মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া…, মৌসুমজুড়ে আলোচনায় থাকা সবাই আছেন তালিকায়।
• উসমান দেম্বেলে - পিএসজি (ফ্রান্স)
• জিয়ানলুইজি দোন্নারুমা - পিএসজি (ইতালি)
• জুড বেলিংহাম - রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)
• দেজিরে দুয়ে - পিএসজি (ফ্রান্স)
• ডেনজেল ডামফ্রিস - ইন্টার মিলান (নেদারল্যান্ডস)
• সেরহু গিরাসি - বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)
• আর্লিং হলান্ড - ম্যানচেস্টার সিটি (নরওয়ে)
• ভিক্টর ইয়োকেরেস - আর্সেনাল (সুইডেন)
• আশরাফ হাকিমি - পিএসজি (মরক্কো)
• হ্যারি কেইন - বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)
• খিচা কাভারেস্কাইয়া - পিএসজি (জর্জিয়া)
• রবার্ট লেভানডফস্কি - বার্সেলোনা (পোল্যান্ড)
• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার - লিভারপুল (আর্জেন্টিনা)
• লাওতারো মার্তিনেজ - ইন্টার মিলান (আর্জেন্টিনা)
• স্কট ম্যাকটমিনে - নাপোলি (স্কটল্যান্ড)
• কিলিয়ান এমবাপ্পে - রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)
• নুনো মেন্দেস - পিএসজি (পর্তুগাল)
• জোয়াও নেভেস - পিএসজি (পর্তুগাল)
• পেদ্রি - বার্সেলোনা (স্পেন)
• কোল পালমার - চেলসি (ইংল্যান্ড)
• মাইকেল ওলিসে - বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)
• রাফিনিয়া - বার্সেলোনা (ব্রাজিল)
• ডেকলান রাইস - আর্সেনাল (ইংল্যান্ড)
• ফাবিয়ান রুইজ - পিএসজি (স্পেন)
• ভার্জিল ফন ডাইক - লিভারপুল (নেদারল্যান্ডস)
• ভিনিসিয়ুস জুনিয়র - রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)
• মোহাম্মদ সালাহ - লিভারপুল (মিসর)
• ফ্লোরিয়ান ভির্টজ - লিভারপুল (জার্মানি)
• ভিতিনিয়া - পিএসজি (পর্তুগাল)
• লামিনে ইয়ামাল - বার্সেলোনা (স্পেন)
• লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড)
• বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া)
• আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন)
• স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স)
• মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন)
• ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি)
• সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি)
• স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া)
• মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি)
• টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই)
• এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র)
• ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)
• এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন)
• ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে)
• পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন)
• আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল)
• হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড)
• পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক)
• লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র)
• ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড)
• মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল)
• ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে)
• এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড)
• ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স)
• আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড)
• ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন)
• আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন)
• ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন)
• ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড)
• লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য় র ন ম উন খ আর স ন ল প এসজ
এছাড়াও পড়ুন:
ইসরায়েলকে কি নিষিদ্ধ করবে উয়েফা, ভোটাভুটি হতে পারে এ সপ্তাহেই
কেউ বলছেন, ইসরায়েলকে উয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হোক। কেউ আবার আন্তর্জাতিক খেলাধুলা থেকেই ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। আপাতত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তা হলো, খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি ধীরে ধীরে জোরালো হচ্ছে।
সর্বশেষ এ দাবি তুলেছেন নরওয়ে ফুটবল ফেডারেশন সভাপতি লিসু ক্লাভেনেস। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সপ্তাহে ভোটাভুটির আয়োজন করতে পারে উয়েফা।
সম্ভাব্য এই ভোটাভুটি সামনে রেখে নরওয়ের পডকাস্ট ‘পপ অ্যান্ড পলিটিকস’-কে ক্লাভেনেস বলেছেন, ‘আদর্শিক জায়গা থেকে আমি বিষয়টি দেখছি। আমরা নিজেরা (ইসরায়েলের বিপক্ষে ম্যাচ) বয়কট করব না। বয়কট করলে আমাদের বদলে ইসরায়েল বিশ্বকাপে যাবে। আমরা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করছি। আমরা বিশ্বাস করি, তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আর বিষয়টি হলো নিয়মকানুন অটুট রাখার। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, (ইউক্রেনে হামলা করায়) রাশিয়া যেহেতু নিষিদ্ধ, তাই ইসরায়েলেরও নিষিদ্ধ হওয়া উচিত। ফুটবল সভাপতি হিসেবে ব্যক্তিগত মত থাকতেই পারে এবং আমার সেটা আছে।’
আগামী ১১ অক্টোবর অসলোয় নরওয়ের বিপক্ষে এবং ১৪ অক্টোবর উদিনেতে ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ইসরায়েল। উয়েফার বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ইসরায়েল। শীর্ষে থাকা নরওয়ের চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, দ্বিতীয় দল যাবে প্লে-অফে।
নরওয়ে ফুটবল সভাপতি ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি তোলার আগে এ নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই। ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় মিলে সই করা একটি চিঠি পাঠিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায়। দাবি একটাই—উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক। এ খেলোয়াড়দের মধ্যে আছেন ফ্রান্সের ফুটবল তারকা পল পগবা থেকে ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অলরাউন্ডার মঈন আলী।
আরও পড়ুনকাইরাত-রিয়াল মাদ্রিদ: চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে অসম লড়াই১১ ঘণ্টা আগেশুধু তাই নয়, এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে খেলাধুলায় নিষিদ্ধ করার দাবি তোলেন। তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোউলুও ফিফা, উয়েফা ও জাতীয় ফুটবল সংস্থাগুলোর প্রধানদের কাছে চিঠি লিখে ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি ওঠার কারণও নিশ্চয়ই সবার জানা? চলতি মাসের শুরুতে জাতিসংঘের তদন্ত কমিশন বলেছিল, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালিয়েছে। ইসরায়েল অবশ্য নিয়মিতভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল সামরিক বাহিনী। এর পর থেকে গাজায় অন্তত ৬৫ হাজার ৪১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
অবশ্য ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর দেশও আছে। যুক্তরাষ্ট্র ভিন্ন সুরে কথা বলছে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার চেষ্টা ঠেকাতে তারা কাজ করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি স্পোর্টসকে বলেন, ‘ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সফল না হয়, সে জন্য আমরা অবশ্যই কাজ করব।’
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে এ সপ্তাহে জরুরি ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে উয়েফা। কিন্তু একই দিন স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ জানায়, এ মুহূর্তে সভাপতি আলেক্সান্দার সেফেরিনের নেতৃত্বে উয়েফার নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার সূচি নেই। তবে এ বিষয়টি গত কয়েক দিন ধরে আলোচিত হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে পড়া নরওয়ে ও ইতালি ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার।
আরও পড়ুনআলভারেজদের কাছে রিয়াল মাদ্রিদের বিধ্বস্ত হওয়ার ৪ কারণ২৮ সেপ্টেম্বর ২০২৫