রাজস্থান ছাড়তে চান অধিনায়ক স্যামসন
Published: 8th, August 2025 GMT
রাজস্থান রয়্যালস ছাড়তে চান ফ্র্যাঞ্চাইজি দলটির অধিনায়ক সঞ্জু স্যামসন। গত আইপিএল শেষ হওয়ার পরপরই তিনি নিজের এই ইচ্ছা রাজস্থান ম্যানেজমেন্টকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো। আগামী মৌসুমের আগে নিজেকে নিলামে তুলতে চান স্যামসন।
গত জুনে রাজস্থান রয়্যালসের মৌসুমপরবর্তী রিভিউ মিটিংয়ে স্যামসনের দল ছাড়া নিয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত ম্যানেজমেন্ট তাঁকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। স্যামসনের বিষয়ে জানতে চাইলে বাদালে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সামনে এখন বিকল্প দুটি। হয় স্যামসনকে অন্য কোনো দলে ‘ট্রেড’ করে দেওয়া হবে, না হয় তাঁকে সরাসরি আইপিএল এর নিলামে ছাড়া। ট্রেড হলে সেটা হতে পারে নগদ অর্থে বা খেলোয়াড় অদলবদল করে।
২০২১ সাল থেকে স্যামসন দলের অধিনায়ক।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য মসন
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান