হোয়াটসঅ্যাপে মোশন ফটোও পাঠানো যাবে
Published: 10th, August 2025 GMT
বিনা মূল্যে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তা, ছবি ও অডিও বার্তা আদান-প্রদানের সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের এ আগ্রহ মাথায় রেখে এবার মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ছবি তোলার আগে ও পরের কয়েক সেকেন্ডের মুহূর্ত ও আশপাশের শব্দ রেকর্ড করে অন্যদের পাঠানো যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ছবির পটভূমি জানার সুযোগ মিলবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে পরীক্ষামূলকভাবে মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে সীমিত পরিসরে বেশ কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। মোশন ফটো সুবিধাটি প্রথম শনাক্ত করা হয় হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.
ডব্লিউআবেটাইনফোর প্রকাশিত স্ক্রিনশট থেকে জানা যায়, মোশন ফটো তৈরির জন্য হোয়াটসঅ্যাপে নতুন একটি আইকন যুক্ত করা হবে। আইকনটিতে একটি প্লে বোতামের চারপাশে রিং এবং ভেতরে একটি ছোট বৃত্ত থাকবে। গ্যালারি থেকে ছবি বাছাই করার সময় ছবির ডান পাশে ওপরের অংশে এই আইকন দেখা যাবে। এতে চাপ দিলে ছবি মোশন ফটো পাঠানো যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মোশন ফটো হলো ‘ছবি তোলার আগে ও পরে কয়েক মুহূর্তের রেকর্ডিং’, যেখানে অডিও–ও যুক্ত থাকবে। মোশন ফটো পাঠাতে হলে স্মার্টফোনে অবশ্যই অন বিল্ট মোশন ফটো ধারণের সুবিধা থাকতে হবে। তবে স্মার্টফোনে অন বিল্ট মোশন ফটো ধারণের সুবিধা না থাকলেও অন্যদের পাঠানো মোশন ফটো দেখা যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন
ওয়াই–ফাই এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, শিক্ষাব্যবস্থা, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন মিটিং—সবকিছুই ওয়াই–ফাইয়ের ওপর নির্ভরশীল। ওয়াই–ফাই সংযোগ নিরাপদ রাখতে এ জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তবে দীর্ঘ ও জটিল পাসওয়ার্ডের কারণে অনেক সময় তা ভুলে যাওয়াই স্বাভাবিক। বিশেষ করে যখন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সংযুক্ত থাকলে অনেকেই পাসওয়ার্ড মনে রাখেন না। অবশ্য অধিকাংশ কম্পিউটার এবং স্মার্ট যন্ত্র ব্যবহারকারীর ওয়াই–ফাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখেন। ফলে প্রয়োজন অনুযায়ী তা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।
অ্যান্ড্রয়েডে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখানতুন অ্যান্ড্রয়েড সংস্করণে সংরক্ষিত পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। তবে কিউআর কোডের মাধ্যমে তা শেয়ার করা সম্ভব। সেটিংস অপশনে থাকা কানেকশনস মেনুতে গিয়ে ওয়াই–ফাই নির্বাচন করতে হবে। সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করে পরের পেজে যেতে হবে। পাসওয়ার্ড অপশনের পাশে থাকা আই আইকনে ট্যাপ করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে। এ ছাড়া নিচে থাকা কিউআর কোড ব্যবহার করেও ওয়াই–ফাই নেটওয়ার্ক শেয়ার করা যাবে।
উইন্ডোজে ওয়াই–ফাই পাসওয়ার্ড বের করার উপায়উইন্ডোজ কম্পিউটার আগে সংযুক্ত সব নেটওয়ার্কের পাসওয়ার্ড সংরক্ষণ করে। প্রথমে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার অপশনে গিয়ে সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের ওপর ক্লিক করতে হবে এবং ওয়্যারলেস প্রপার্টিজ নির্বাচন করতে হবে। এরপর সিকিউরিটি ট্যাবে গিয়ে শো ক্যারেক্টারস টিকবক্সে টিক দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া