ইবির ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
Published: 10th, August 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯২ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত অর্থবছরে বরাদ্দকৃত বাজেটের তুলনায় এবার ৯ কোটি ৪৫ লাখ টাকা বেশি অনুমোদন করা হয়েছে।
বাজেটে পূর্বের তুলনায় ৬ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার টাকা বাড়িয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন বাবদ ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪৮ লাখ, যা মোট বাজেটের ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে, পূর্বের তুলনায় মাত্র ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেলেও বরাবরের মতোই উপেক্ষা করা হয়েছে গবেষণা ও উদ্ভাবন খাতকে। এতে বরাদ্দ রয়েছে ৩ কোটি ১৩ লাখ টাকা, যা মূল বাজেটের ১.
আরো পড়ুন:
ঢাকা দক্ষিণে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, অনুমোদিত বাজেটের মধ্যে ১৮১ কোটি ৭২ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ১০ কোটি ৫০ লাখ। বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও বিশেষ সুবিধা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ৭ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৩ দশমিক ৫১ শতাংশ। আর পেনশন বাবদ ধরা হয়েছে ২৭ কোটি ৪১ লাখ টাকা, যা মোট বাজেটের ১৪ দশমিক ২৬ শতাংশ। সবমিলিয়ে বাজেটের ৭৭.৭৭ শতাংশ ব্যয় হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, পেনশন ও বিশেষ সুবিধা প্রদানে।
বাজেটে গুরুত্ব পায়নি গবেষণা-উদ্ভাবন ও শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতগুলো। গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১.৬৩ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৩৮ লাখ টাকা, যা মোট বাজেটের ০.১৯ শতাংশ।
বাজেটে পণ্য ও সেবা (সাধারণ ও মেরামত) ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা, যা মোট বাজেটের ১৮.৪৭ শতাংশ। যন্ত্রপাতি অনুদান খাতে ১ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য ০.৯৮ শতাংশ। যানবাহন বাবদ ৫২ লাখ টাকা, যা মোট বাজেটের ০.২৭ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান বাবদ ৪০ লাখ টাকা, যা মোট বাজেটের ০.২১ শতাংশ। অন্যান্য মূলধন অনুদান বাবদ বরাদ্দ রয়েছে ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের ০.২৮ শতাংশ।
বাজেটের বিষয়ে আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, “বাজেটের সিংহভাগই ব্যয় হবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বাতা ও পেনশন বাবদ। অন্যদিকে শির্ক্ষার্থী সংশ্লিষ্ট খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ, তা দিয়ে শিক্ষার্থীদের চাহিদা কোনোভাবেই পূরণ সম্ভব নয়।”
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের বাজেট অবশ্যই গবেষণা ও শিক্ষার্থীবান্ধব হওয়া উচিৎ। কিন্তু দেখা যায় প্রতিবারই গতানুগতিক একই ধরনের বাজেট হচ্ছে। খাতগুলো আগের মতোই অবহেলিত থাকছে। ভবিষ্যতে বিষয়টি মাথায় রেখে বাজেট চাহিদা দেওয়া উচিৎ।”
অর্থ ও হিসাব শাখার পরিচালক আনার পাশা বলেন, “গবেষণা ও শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতগুলোতে আমরা চাইলেই অনেক বেশি চাহিদা দিতে পারি না। আর চাইলেই যে ইউজিসি দিয়ে দেবে বিষয়টাও এমন না। তারা আগের বাজেটের সঙ্গে তুলনা করেই বরাদ্দ দিয়ে থাকে। তাই আমরা চাহিদা দেওয়ার সময় আগের তুলনায় বাড়িয়েই দিয়ে থাকি। ইউজিসি সেখান থেকে কাটচাট করে একটা অংশ বরাদ্দ দেয়। আর এবার বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তারা আগের তুলনায় কঠোর ছিল।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ইউজিসিকে ১ বছর আগেই বাজেট চাহিদা দিতে হয়। এই বাজেট আগের প্রশাসনের দেওয়া। সামনে আমরা যদি প্রশাসনে থাকি, তাহলে অবশ্যই শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতগুলোতে গুরুত্ব দেওয়া হবে। বাজেটের সার্বিক পর্যালোচনা নিয়ে আমরা খুব শীঘ্রই উপাচার্যের সঙ্গে আলোচনায় বসব।”
গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট বাজেট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক আনার পাশা। উপাচার্যের কার্যালয়ে বাজেট বই হস্তান্তরকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত উপ চ র য অন ম দ বর দ দ ইউজ স প নশন
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীন ৪টি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিষয়১. মাস্টার্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডাব্লিউ),
২. ভিকটিমোলজি অ্যান্ড রিস্টোরেটিভ জাস্টটিভ (ভিআরজে),
৩. গারনোটলজি অ্যান্ড জিনেরেটিক ওয়েলফেয়ার (জিজিডাব্লিউ) এবং
৪. ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (আইআরএলএস)।
কোর্সের মোট মেয়াদ১. এক বছর ছয় মাস,
২. তিনটি সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫ভর্তির যোগ্যতা১. স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম জিপিএ–২.৫ (৪–এর মধ্যে),
২.কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকা যাবে না,
৩. কলা, সামাজিক বিজ্ঞান বা বিজনেস স্টাডিজের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশসায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল/ল্যাঙ্গুয়েজ থেরাপি অথবা ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি; অথবা,
৪. উল্লিখিত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে স্নাতক (সম্মান) পাস অথবা ডিগ্রি পাস করা প্রার্থীদের সরকারি, আধা সরকারি বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
৫. তবে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ০৪ আগস্ট ২০২৫আবেদনের বিস্তারিতসমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরম।
ভর্তির বিস্তারিত তথ্য১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৫।
২. লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩০ আগস্ট ২০২৫, বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনইন্দোনেশিয়ায় বৃত্তিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ০৭ আগস্ট ২০২৫